বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন প্রায় ৪৪ হাজার মুযোদ্ধা সনদ জালিয়াতি হয়েছিল

0
46

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন প্রায় ৪৪ হাজার মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স একযোগে উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা কালীন সময়ে প্রায় ৪৪ হাজার মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি হয়েছিল। ভিন্ন প্রক্রিয়ায় বাকা পথে যারা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছিল তাদের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।  দেশের উন্নয়নে বিএনপিকে অন্তরায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু দিয়ে কেউ চলাচল করতে পারবে না। আসলে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। তারা লুটপাটে বিশ্বাস করে।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে মন্ত্রী আরো বলেন, সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। ভয়ভীতি না পেয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিন। মন্ত্রী বলেন, আগামী বছর মুজিব বর্ষ। সরকার মুজিব বর্ষ পালন উপলক্ষে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেবে। এ জন্য ২২’শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যারা মুক্তিযোদ্ধাকালে মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। তাদেরও তালিকা করা হবে। যারা পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ও ভাতা নিয়েছেন এবং তাদের সহযোগিতা করেছে রাজাকার হিসাবে তাদের তালিকা করা হচ্ছে বলেও মন্ত্রী জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আ’ লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here