অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গান্ধী অনুপ্রেরণা: অধ্যাপক আনিছুজ্জামান

অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে মহাত্মা গান্ধী অনুপ্রেরণা বলে জানিয়েছেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড. আনিসুজ্জামান। তিনি বলেন,বাংলাদেশে অসাম্প্রদায়িক রাষ্ট্র-সমাজ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে গান্ধীজির চিন্তা-চেতনা।শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহাত্মা গান্ধী একদিনে মহাত্মা গান্ধী হননি। নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করতে হয়েছে তাঁকে। গান্ধীজি আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন, সে সময় রাষ্ট্র কর্তাদের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, সে জন্য তাঁকে কারাগারেও যেতে হয়েছে। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হননি। প্রথমে তিনি ভারতীয়দের অধিকারের কথা বলতেন। ব্রিটিশদের সামনে ভারতীয়দের অধিকারের বিষয়ে বলেছেন।

প্রফেসর আনিছুজ্জামান বলেন, তাঁর অসহযোগ আন্দোলনে সারা পৃথিবীতে সহিংস অবস্থার সৃষ্টি হয়েছিল। এতো মানুষ তাঁর আন্দোলনে সাড়া দিয়েছে, ব্রিটিশ সৈন্যদের মার খেয়েছে। এভাবে সত্যের প্রতি যে আগ্রহ সেটি প্রতিষ্ঠিত হয়েছে। কোন কোন ক্ষেত্রে তাঁর যে বিশেষ ভূমিকা সেটি আমাদের অবাক করে। তার ডাকে পাঞ্জাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তখন সরকার অনেক মানুষকে হত্যা করেছিলো। তবে গান্ধীর অসহযোগ আন্দোলন রাজনৈতিক মুক্তিতে রূপ নিয়েছিল। তাঁর ডাকে এতো মানুষ সাড়া দিয়েছে সেটি অনন্য উদাহরণ।

সৈয়দ আবুল মকসুদ বলেন, মহাত্মা গান্ধী অনেকবার এদেশে এসেছেন। ১৯৪৭ সাললে চার-পাঁচমাস তিনি ঢাকায় ছিলেন। সে সময় পূর্ব বাংলার বিভিন্ন জেলা তিনি সফর করেন এবং শান্তির বাণী প্রচার করেন। মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও তিনি বাংলাদেশে ঘুরে গেছেন। সেই সময়ে মহাত্মা গান্ধী পাঁচ মিনিট কোন জায়গায় থাকলেই বিশাল ব্যাপার ছিল, সেখানে তিনি এতো দীর্ঘ সময় বাংলাদেশে থেকেছেন।

তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গান্ধীজির উপর তথ্য সংগ্রহ করেছি, সেই আলোকে বাংলাদেশে গান্ধীর সম্পর্কে দুইটি বই বের করা হবে। বাংলাদেশ ও কলকাতা থেকে এক সঙ্গে বের হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে গান্ধীর মহান বাণী যেন প্রচার হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। কারণ গান্ধীজি প্রথাগত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে মানবিক রাজনৈতিক ধারার কথা বলে গেছেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গের গান্ধী স্মারক সংগ্রাহলয়ের ডিরেক্টর-সেক্রেটারি প্রতীক ঘোষ, অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here