মাদারীপুরে চাঞ্চল্যকর দিপ্তী হত্যাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা (প্রশিসেস) এর উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৩ জুলাই মাদারীপুরের কিশোরী দিপ্তী আক্তারকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত একটি পুকুরে ইট বেঁধে ফেলে দেয়। এই ঘটনায় মাদারীপুরসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। এরই প্রতিবাদ ও সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও নির্যাতনকারীদের বিচারের দাবীতে প্রশিসেস-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় মহিলা লীগের সমাজ কল্যাণ সম্পাদক ড. সেলিনা আখতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, প্রশিসেস-এর প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরান, সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, সাগর হোসেন তামিম,এস এম আরাফাত হাসান,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তরা দিপ্তীর হত্যাকারীকে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবী করেন।
সাবরীন জেরীন,মাদারীপুর।