গার্মেন্টস শ্রমিক নিহত: মালিক পক্ষের ৩ জন গ্রেপ্তার

গেঞ্জি চুরিকে কেন্দ্র করে গার্মেন্টস কর্তৃপক্ষের পিটুনিতে দেলোয়ার হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহতের ঘটনায় মালিক পক্ষের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মালিক পক্ষের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। আরও যারা এ ঘটনার জঙ্গে জড়িত দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে৷ এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তা আমরা রুখে দিয়েছি।

তিনি বলেন, পুলিশের বেশকিছু আহত আছে। তবে কতজন আহত সঠিক এখনই বলতে পারছি না। গ্রেপ্তার এবং পুলিশের আহতের বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। অন্যদিকে মালিবাগ-রামপুরা রোডে যান চলাচল আবারও শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গেঞ্জি চুরির ঘটনাকে কেন্দ্র করে একজন নিহত হওয়ার এর এখানে অরাজকতা দেখা দেয়। শ্রমিকরা রাস্তা অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। জনদুর্ভোগ লাঘব করতেই আমরা এখানে এসেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here