কাবুলে বিস্ফোরণে নিহত ১২

0
0

আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা তিনটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। এর মধ্যে সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে পাঁচ জন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে খনি ও পেট্রলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসে প্রথম হামলাটি হয়। এ সময় পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন। এর কয়েক মিনিট পর আরেকটি বিস্ফোরণে সাতজন নিহত ও ২০ জন আহত হন।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস্ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল যোশেফ ডানফোর্ড কাবুলে শীর্ষ মার্কিন ও নেটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় এসব হামলা চালানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, ‘প্রথমে মিনিবাসটিতে লাগিয়ে দেওয়া একটি চুম্বক বোমা বিস্ফোরিত হয়, এ বিস্ফোরণের পর কাছেই আত্মঘাতী আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। নগরীর পূর্বাংশে অজ্ঞাত জঙ্গিরা আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।’

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিংসা দেওয়া হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

তবে এখন পর্যন্ত জঙ্গি গোষ্ঠী তিনটি বিস্ফোরণের কোনোটির দায় স্বীকার করেনি। দেশটিতে এখনও বিপুল সংখ্যক মার্কিন ও ন্যাটো সেনা মোতায়েন রয়েছে। যদিও শহরটিতে সরকারি কর্মচারীদের বহনকারী যানে প্রায়ই এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here