৭৮৭ ড্রিমলাইনার গাঙচিল কাল আসছে দেশে

0
0

৭৮৭ ড্রিমলাইনার গাঙচিল কাল আসছে দেশে , এই উড়োজাহাজ আনতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে গেছেন বিমানের ২৪ কর্মকর্তা। গাঙচিলকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ আয়োজন করা হয়েছে । বিমান জানিয়েছে, আধুনিক প্রজন্মের এ ৪টি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

এদের মধ্যে প্রথম দুটি উড়োজাহাজ যাত্রী পরিবহন করছে। গাঙচিল’ যুক্ত হলে ড্রিমলাইনারের সংখ্যা হবে ৩টি। ২৭১ আসন রয়েছে ড্রিমলাইনার গাঙচিল-এ। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪ ও ইকোনমি ক্লাস ২৪৭টি। বিজনেস ক্লাসের আসন ১৮০ ডিগ্রী পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড করা সম্ভব। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম ড্রিমলাইনারে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানির প্রয়োজন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here