ধর্মঘটে অচল নৌপথ

0
27

১১ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকরা ধর্মঘট শুরু করেছেন। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে সারাদেশের নদীবন্দর।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল থেকে বরিশালে, খুলনা, মংলা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে নৌবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের যাত্রীবাহী ও পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে এবং জ্বালানি পণ্যের বাজারে প্রভাব পড়েছে। এদিকে ধর্মঘটেও লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।

নৌ শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- যাত্রীবাহী লঞ্চের কর্মীদের জন্য ২০১৬ সালের ঘোষিত বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন, সব শ্রমিককে ফ্রি খাবারের ব্যবস্থা অথবা খাদ্যভাতা দেওয়া, কর্মস্থল কিংবা দুর্ঘটনায় মৃত্যুতে শ্রমিকদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, প্রত্যেক নৌ শ্রমিককে নিয়োগপত্র দেওয়া, মাস্টার পরীক্ষার সনদ দেওয়া ও নবায়নে অনিয়ম বন্ধ, বাল্কহেডসহ সব নৌযান ও নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ, নদীর নাব্য রক্ষা ও বয়া-বাতি স্থাপন ইত্যাদি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিলেন। কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান। তবে দুপুরে যাত্রীবাহী লঞ্চ মালিকরা তাদের নৌযান চালানোর সিদ্ধান্ত জানালে সদরঘাট পন্টুনে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা কয়েকটি লঞ্চ।

এ বিষয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিকুল আলম বলেন, তাদের ১১ দফা দাবির বাস্তবায়ন ও নৌযান শ্রমিকদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। সোমবার শ্রম পরিদপ্তরের বৈঠকে তারা যাননি। ধর্মঘট প্রত্যাহারও করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here