ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশের উপজেলা জুড়ে চলছে সর্বত্রই ব্যাপক প্রচারণায় মাইকিং ও লিফলেট বিতরন। বৃষ্টিকে উপেক্ষা করে জেলা ও থানা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিনভর পুলিশ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্কুলকলেজ, হাট-বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও রাস্তার মোড়সহ জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালাচ্ছেন তারা।
এদিকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সারা জেলায় চলছে মাইকিং। জেলা ও থানা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। গুজবের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছে না।
সার্বিক প্রচারণার মনিটরিং করেন হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) উমর ফারুক। বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত প্রচারণায় ব্যস্ত ছিলেন, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ নজির হোসেন, এস,আই মিজান, এস,আই আব্দুস সবুর, এস,আই আলমগীর হোসেন, এস,আই আফওয়াজুল ইসলাম, এ,এস,আই আসাদ, এ,এস,আই আশরাফুল সহ অন্যান্য অফিসার ফোর্স।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুক জানান, ছেলে ধরা বিষয়টি পুরোটায় গুজব। ছেলে ধরা গুজবে আংতর্কিত হয়া যাবে না। তিনি আরও বলেন, এটা গুজব ছড়ানো হয়েছে, কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে খবর দেওয়ার জন্য আহবান জানান।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি