দুই পার্বত্য জেলার মহাসড়কে অর্ধবেলা গণপরিবহন ধর্মঘট : যাত্রীদের দুর্ভোগ চরমে

0
0

নগরীর অক্সিজেন মোড়ে বাস মালিক-শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে কোন প্রকার ঘোষণা ছাড়াই দুই পার্বত্য জেলায় পৌঁছার অন্যতম চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন সড়কে গণপরিবহনের শ্রমিকরা অর্ধবেলা ধর্মঘট পালন করে। এতে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় গন্তব্যমুখী দূরপাল্লার যাত্রীসাধারণসহ হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুই মহাসড়কসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে দুপুর নাগাদ প্রশাসনের হস্তক্ষেপ তথা সংগঠিত ঘটনার সুরাহার ব্যাপারে প্রশাসনের আশ্বাসে গণপরিবহন সংগঠনগুলোর ডাকা গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিলে উক্ত দুই মহাসড়কসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।

সকাল থেকে ধমর্ঘটের কারণে নগরীর অক্সিজেন থেকে পাবর্ত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির যাত্রীদের পাশাপাশি হাটহাজারী, ফটিকছড়ি, উত্তর রাউজান, উত্তর রাঙ্গুনিয়ার যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। কিছু কিছু এলাকায় সিএনজি অটোরিকশা, টেম্পোর মতো ছোট ছোট যানবাহন চলাচলে বাধা দেন পরিবহন শ্রমিকরা। এতে করে প্রায় ৩০টি রুটের হাজার হাজার যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সময় অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটে, রিকশায় চড়ে বেশি টাকা ভাড়া দিয়ে কমর্স্থল ও জরুরি প্রয়োজনে গন্তব্যস্থলে পৌঁছতে হয়েছে।

বাস মালিক ও শ্রমিক সংগঠনের দাবি, গত সোমবার (২২ জুলাই) বিকেল ও রাতে সিএনজিচালিত অটো ট্যাক্সিচালক ও টোকেনদাতা স্থানীয় সন্ত্রাসীরা মিলে দুই দফায় বাস মালিক ও শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এতে ১৭ জন শ্রমিক আহত হন। হামলায় আহত বাস শ্রমিকরা এই বিষয়ে ডিসি ট্রাফিকের কাছে অভিযোগ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি ট্রাফিকের কার্যালয় থেকে ফিরে অক্সিজেন মোড় এলাকায় গেলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে একটি বাস ভাঙচুর করা হয়েছে বলে দাবি বাস মালিক সমিতির।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছডড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম মঞ্জু মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ধর্মঘট বা অবরোধ নয়, বাস মালিক ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে শ্রমিকেরা বাস না চালানোর ঘোষণা দিয়েছে। যদিও দুপুর নাগাদ প্রশাসনের হস্তক্ষেপে সংগঠিত ঘটনার মিমাংসা হবে এমন আশ্বাসে দুই মহাসড়কসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের নামে টোকেন নিয়ে সিএনজিচালিত গ্রাম ট্যাক্সি নির্বিঘেœ শহরে অবৈধভাবে চলাচল করছে। এসব ট্যাক্সি অক্সিজেন মোড় ও মুরাদপুর এলাকায় রাস্তা দখল করে এসব সিএনজি রাখা হয়। যার জন্য যানবাহন চলাচল বিঘিœত হয় এবং সড়কে যানজট লেগে রয়েছে। তাই এসব ট্যাক্সি চলাচল বন্ধ করা এবং হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনতে বাস চলাচল থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here