ডেঙ্গু মোকাবিলায় এডিস মশা নিধনে ব্যবহৃত ওষুধ অকার্যকর নয় বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে।
মঙ্গলবার নগর ভবনে আইসিডিডিআর,বির চিকিৎসক ও গবেষকদের সঙ্গে সভা শেষে ওই দাবি জানান তিনি। মেয়র সাঈদ খোকন বলেন, আইসিডিডিআর,বির গবেষণায় দক্ষিণের মশা নিধনের ওষুধ নমুনা হিসেবে ব্যবহার করা হয়নি।
এর আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে রোড শোর উদ্বোধন০ অনুষ্ঠানে মেয়র বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে। সিটি করপোরেশন সার্বিক শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মেয়র বলেন, আমাদের প্রাপ্ত তথ্য-উপাত্ত, আবহাওয়া বিশ্লেষণ করে আমরা আশা করতে পারি, আগামী সপ্তাহে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে।
সাঈদ খোকন বলেন, বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য যে যেখান থেকে ছড়াক না কেন, সেগুলো নগর কর্তৃপক্ষ আমলে নেয়নি, নেবে না। নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ, যেকোনো মূল্যে নাগরিকের পাশে থেকে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে।
মশা নিয়ে রাজনীতি কাম্য নয় উল্লেখ করে মেয়র বলেন, নগর কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবিলায় কোনো ফাঁদে পা দেবে না। সিটি করপোরেশনের সব নাগরিককে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে বলেও উল্লেখ করেন মেয়র।