বানভাসী মানুষ চরম দুর্ভোগে: ত্রাণের জন্য হাহাকার

0
0

সারাদেশে বানভাসী মানুষ চরম দুর্ভোগে। নেই বিশুদ্ধ পানি। অপ্রতুল ত্রাণ। বিধ্বস্ত রাস্তাঘাট, বাঁধ, ঘরবাড়ি। নেই শৌচকর্ম সম্পন্ন করার মত নিরাপদ ব্যবস্থা। সব মিলিলে এ জনপদের কয়েক লাখ মানুষ দুর্বিসহ জীবন-যাপন করছেন।

কুড়িগ্রাম: জেলার সাড়ে ৯লাখ বানভাসী মানুষ চরম দুর্ভোগে। নেই বিশুদ্ধ পানি। অপ্রতুল ত্রাণ। বিধ্বস্ত রাস্তাঘাট, বাঁধ, ঘরবাড়ি। নেই শৌচকর্ম সম্পন্ন করার মত নিরাপদ ব্যবস্থা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ বালাই। সব মিলিলে এ জনপদের কয়েক লাখ মানুষ দুর্বিসহ জীবন-যাপন করছেন।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বন্যার ফলে ৩টি পৌরসভাসহ ৬০টি ইউনিয়নে ৮৯৪টি গ্রামের ২লাখ ৩৮হাজার ৬৭২টি পরিবার পানিবন্দি। পরিবার প্রতি ৪জন হিসাবে বানভাসি মানুষের সংখ্যা দাড়ায় ৯লাখ ৫৪হাজার ৬৮৮জন। প্রায় ১০দিন ধরে এ মানুষ গুলো বন্যায় আক্রান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ হাজার হেক্টর। বন্যায় এক হাজার ২৪৫কিলোমিটার রাস্তা, ৪০ কি.মি বাঁধ ও ৪১টি ব্রীজ/কার্লভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নলকুপ ক্ষতিগস্ত হয়েছে ৯ হাজার ৭৩৪টি। প্রায় ২লক্ষাধিক গবাদিপশু পানিবন্দি। বন্যার কারনে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ মিলে এক হাজার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ।

জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন জানান, সকল বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত ৮শ’ মে.টন জিআর চাল, ১৩ লক্ষ ৫০ হাজার টাকা, ৭ হাজার প্যাকেট শুকনো খাবার ও ঈদুল আজহা উপলক্ষে ৬ হাজার ৪২৮ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া বন্যায় নিহত ১৬টি পরিবারকে ২০হাজার টাকা করে ৩লাখ ২০হাজার টাকা সহায়তা দেয়া হয়।

রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠান বানভাসীদের পাশে দাড়িছে। আওয়ামীলীগের উদ্যোগে জেলার ৫ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল, সোয়াবিন তেল, ডাল, চিনি, চিড়া, গুড়, মুড়ি, নুডুলস, বিস্কিট, পানি ও স্যালাইনসহ একটি করে ত্রাণের প্যাকেজ বিতরণ করা হয়। অপরদিকে জেলা পরিষদের উদ্যোগে ১০ লাখ টাকার শুকনো খাবার, রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক চিলমারীতে ৫শ’ পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে ২২ লাখ ৫০ হাজার টাকা, ডব্লউএফপি কর্তৃক সদর উপজেলায় ১ হাজার ২৫১টি, উলিপুরে ৮৫৫টি এবং চিলমারী উপজেলায় ২ হাজার ৩০৮টি পরিবারে সাড়ে ৪ হাজার টাকা করে ১ কোটি ৯৮লাখ ৬৩হাজার টাকা বিতরণ করা হয়।

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া-কাঠাল বাড়ী আঞ্চলিক মহা সড়ক প্লাবিত। রাস্তা ভেঙে খনা-খন্দ- যান চলাচল বন্ধ। জন দূর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। এই রুটে নড়িয়া থেকে জাজিরা, কাঠাল বাড়ি ও শিবচর এলাকার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। কয়েকটি গ্রাম বর্ন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এসব অঞ্চলে যাতায়াতরৎ মানুষের। এছাড়াও শরীয়তপুর-মাঝি কান্দি আঞ্চলিক মহা সড়কে পানি উঠেছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় অফিস সুত্রে জানাগেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৫টি ও জাজিরা উপজেলায় ১৬টি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে পাঠ দান বন্ধ রয়েছে। অপর দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ৫টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। এর ফলে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

নড়িয়া-জাজিরা সড়কের অটোরিকশা চালক মজিবুর রহমান বলেন, ৮-১০ দিন যাবৎ পদ্মায় পানি বাড়ছে। পাচুখারকান্দি এলাকার বিকল্প সড়কটি ভেঙে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ওই স্থান দিয়ে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। পানি লোকালয়ে ঢুকেছে।আমরা এখন কি করবো দিশে পারছিনা?

এদিকে পানি বাড়ায় নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা কাজ বিঘিœত হচ্ছে। সিসি ব্লক নির্মাণ ইয়ার্ড পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার থেকে সিসি ব্লগ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় বালুবাহী বলগেট চলাচল করতে সমস্যা হচ্ছে।

পাউবোর নিবার্হী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান , নদীতে পানি বাড়ায় প্রকল্প এলাকার বেশ কিছু স্থানে তীর তলিয়ে গেছে। ওই সব স্থানে কার্যক্রম চালানো যাচ্ছে না। আর তীব্র স্রোত থাকায় জিও ব্যাগ ডাম্পিং করতে সমস্যা হচ্ছে। যেখানে সমস্যা হচ্ছে সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জের নয়াপাড়া মোড় ব্যাবসায়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।

রোববার রাতে পৌরশহরের নয়াপাড়া মোড় এলাকার বিভিন্ন রাস্তায় ও উচু স্থানে আশ্রয় নেয়া বন্যাকবলিত চার শতাধিক পরিবারের মাঝে এই খাবার বিতরন করা হয়। বন্যার্ত পরিবারের সদস্যরা এসে খাবার নিয়ে যান। অনেকে লাইনে দাড়িয়ে খাবার সংগ্রহ করেন।

স্থানীয় যারা খাবার নিতে আসতে পারেননি তাদের কাছে খাবার পৌছেঁ দেন নয়াপাড়া মোড় ব্যাবসায়ী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা। খাবার বিতরন অন্যান্যের মধ্যে কালে ব্যাবসায়ী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান দুদু , সভাপতি শাহাদাৎ হোসেন,সহ-সভাপতি শাহজামাল ওরফে আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তারেক,সহ-সাধারণ সম্পাদক বাবুল রেজা,কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,সহ-কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক ছামিউল হক,সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ,প্রচার সম্পাদক আনিস,সহ-প্রচার সম্পাদক আশিক খান, সদস্য সুজন মিয়া,ফরহাদুজ্জহামান,এরশাদ মিয়া,কামরুজ্জামান,রাসেল মিয়া, লিয়াকত আলী, আবু হানিফ,বাবুল হোসেন,বাক্কালী মিয়া,সোহেল মিয়া,বিল্লাল মিয়া,সুরুজ মিয়া ও হাছেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নয়াপাড়া মোড় ব্যাবসায়ী সমাজ কল্যাণ সংস্থা ( রেজি নং-০০১২৫৩) দীর্ঘদিন যাবত এলাকায় সমাজসেবা মূলক কাজ করে আসছে।

গাইবান্ধা : সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সাদুল্যাপুর ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় পাঁচটি উপজেলার সোয়া লাখ পরিবারের চার লাখ মানুষ ক্ষয়গ্রস্ত হয়েছে।

কলমাকান্দা (নেত্রকোনা) : উপজেলার কৈলাটি ইউনিয়নের রানীগাঁও গ্রামের দিনমজুর মজিবুর মিয়ার ছেলে জুবায়ের (৫) গতকাল বিকেলে পানিতে ডুবে মারা গেছে। এর আগে দুপুরে সে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়।

শেরপুর : শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর এলাকায় বন্যার পানিতে ডুবে সামসুল আলমের মেয়ে কবিতা (১১) মারা গেছে। এর আগে শনিবার রাতে সদর উপজেলার ধাতিয়াপাড়ায় পানিবন্দি বাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট রিপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী প্রাণ হারায়।

এদিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি তিন সেন্টিমিটার কমলেও গতকাল বিপত্সীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করায় ৯টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ধুনট (বগুড়া) : যমুনা নদীর পানি কমলেও বাড়ছে বাঙালি নদীর পানি। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের।

মুন্সীগঞ্জ : ভাঙনে বারবার পরিবর্তন হওয়া মানচিত্রে আবার আঘাত হেনেছে প্রমত্তা পদ্মা। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মা তীরবর্তী মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙন তীব্র হয়ে উঠেছে। চার-পাঁচ দিনের ব্যবধানে উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রাম ও লৌহজং-তেউটিয়া ইউনিয়নের চরাঞ্চলের ৭০টি পরিবারের ভিটেমাটি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরো শতাধিক পরিবারসহ খড়িয়া মসজিদটি।

চাঁদপুর : দুর্গম চর রাজরাজেশ্বরে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে এই চরের মান্দেরবাজার, খাসকান্দি, লগ্মমারা ও দেওয়ানবাজারে শতাধিক বাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের মুখে রয়েছে রাজরাজেশ্বর চরের ওমর আলী হাই স্কুল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশের বাঁশগাড়ি, মাঝেরচর, গোয়ালনগর ও রায়েরচরে আশ্রয় নিয়েছে।চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রাম ও আশপাশের এলাকায় চলছে মেঘনার ভাঙন। এতে আরো ৫০ পরিবার গৃহহীন হয়েছে।

ফরিদপুর : পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পদ্মা গোয়ালন্দ পয়েন্টে গতকাল বিপত্সীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গেজ রিডার ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে পদ্মার পানি আরো দুই সেন্টিমিটার বেড়েছে। সদরপুরে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

ফরিদপুরের চরভদ্রাসনে বন্যার পানিতে পড়ে মারা গেছে দুই বছরের শিশু তাকিয়া আক্তার। সে তাকিয়া উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপারীর ডাঙ্গি গ্রামের কামাল খানের মেয়ে।সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিনটি চরাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার পরিবার।

রাজবাড়ী : পদ্মার পানি বৃদ্ধির ফলে কালুখালী উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পদ্মা দৌলতদিয়া পয়েন্টে গতকাল বিপত্সীমার ৬৮ সেন্টিমিটার ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

সরেজমিনে দেখা যায়, বন্যার পানি কালুখালী উপজেলার মাধবপুর, হরিণবাড়ীয়া, লস্করদিয়া, কৃষ্ণনগর, ভবানীপুর, হরিণাডাঙ্গা, চররাজপুর, বিজয়নগর, নারানপুর, আলোকদিয়া, বল্লভপুর, ভাগলপুর, বাগঝাপা, গংগানন্দপুর, কামিয়া, কালুখালী, পাড়াবেলগাছি ও গতমপুর গ্রাম ডুবে গেছে।

বাড়ির আঙিনায় হাঁটুপানিতে দাঁড়িয়ে কথা হয় রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়ার বাসিন্দা জহুরা বেগমের সঙ্গে। তিনি জানান, গত বৃহস্পতিবার বাড়ির আশপাশেও পানি ছিল না। রাতে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে ঘরবাড়ি তলিয়ে গেছে। ঘরে সঞ্চিত খাবার নেই, নেই বিশুদ্ধ পানি। পরিবারের সদস্যদের নিয়ে অতিকষ্টে দিন কাটছে। একই কথা জানালেন পশ্চিম হরিণবাড়িয়া মৌজার চামেলি বেগম, জিন্নাহ, আলী, আক্কাস আলী, জহুরুল, হালিম, জব্বার, বাবলু, সিদ্দিক, বান্দু, সেলিমসহ শতাধিক মানুষ।

মানিকগঞ্জ : আরিচা পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় পাঁচ সেন্টিমিটার কমলেও বিপত্সীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কালীগঙ্গা, ইছামতী, ধলেশ্বরীসহ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সব শাখা নদীতে পানি বাড়ছে। জেলার শাখা নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিনই হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার নিম্নাঞ্চল ডুবছে। পদ্মা-যমুনার পারে চরাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here