বন্যা দুর্গত সাধারন মানুষের পাশে আছে আ.লীগ: নানক

উত্তর বঙ্গের কুড়িগ্রাম জেলার তিন উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পাশে বাংলাদেশ সরকার তথা আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। আপনারা ভয় পাবেন না।

বন্যার পানি চলে গেলে পরবর্তী আপনাদের বাসস্থান তৈরী করে দেয়া হবে। আপনাদের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবেন এবং মনিটরিং করবেন। কোন সমস্যা হলে সাথে সাথে স্থানীয় আওয়ামীলীগ জেলা প্রশাসন এর সাথে যোগাযোগ রক্ষা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক আগ থেকে ব্যবস্থা করে রেখেছেন যাতে বন্যায় আমার দেশের মানুষের ক্ষতি হলে তা যেন পুষিয়ে নিতে পারে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার কুড়িগ্রাম জেলার চিলমারী, উলিপুর, সদর তিন উপজেলায় প্রায় ১০ হাজার বানভাসি মানুষের ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.বি.এম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক জাফর আলী, যুগ্ম সাধারন সম্পাদক আমিন উদ্দিন মঞ্জু, যুগ্ম সম্পাদক আব্রাহাম লিংকন, প্রচার সম্পাদক জিল¬ুর রহমান টিটু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here