ডেঙ্গুজ্বরের জন্য দায়ী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য রোববার রাজধানীতে প্রচারণা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার সকালে রাজধানীর কাঁঠালবাগান ঢালে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন কাঁঠালবাগান ঢালে কয়েকটি বাসায় জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার জীবাণু আছে কি না, তা পরীক্ষা ও নিধনের কার্যক্রম শুরু করেন। এ সময় মেয়র এলাকাবাসীর হাতে ডেঙ্গু প্রতিরোধকবিষয়ক লিফলেট বিতরণ করেন। এর আগে মেয়র সাংবাদিকদের জানান, আগামী ১৫ দিন পর্যন্ত ডিএসসিসির ৫৭টি ওয়াডেই এ কার্যক্রম চলবে। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের ৩০টি বাসাবাড়িতে নগর ভবনের পরিচ্ছন্নকর্মী ও স্বাস্থ্যকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করবেন।
মেয়র আরো জানান, বর্তমানে ৬৮টি ভ্রাম্যমাণ স্বাস্থ্য টিম কাজ করছে। কিছু কিছু এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২১ হাজার ৫৭ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেয়র বলেন, আমরা আমাদের শহরকে ডেঙ্গু থেকে মুক্ত করতে চাই। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।এ সময় সবাইকে সচেতন থাকতে এবং নিজ নিজ ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানান মেয়র।