এরশাদের শারীরিক অবস্থার উন্নতি, তবে শঙ্কামুক্ত নন: জি এম কাদের

0
0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমি কিছুক্ষণ আগেও দলের চেয়ারম্যানকে দেখে আসলাম। তার নাকে এখন নল দেওয়া আছে। কৃত্রিমভাবে ওনার সবকিছু স্বাভাবিক রাখা হয়েছে। গতকাল ও পরশু উনাকে হেমো ডায়াফিলটারেশন ও হেমো পারফিউশন দেওয়া হয়েছে। এই দুটি দিয়ে তার শরীরে যে বাড়তি পানি, বিষাক্ত পদার্থ ও রোগ জীবাণু ছিল তা বের করা হয়েছে।

জিএম কাদের বলেন, ডাক্তাররা বলেছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন। ওনার অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে। তবে তারা আশাবাদী দু’দিনের চিকিৎসায় তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরও দু’তিনদিনের মধ্যে ওনার অবস্থা আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হতে পারেন।

বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এখানকার ডাক্তাররা বলেছেন তারা চিকিৎসা করতে পারছেন। আধুনিক সকল সুবিধা তাদের আছে। তবুও আমরা চেষ্টা করেছিলাম সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার এবং ই-মেইলে তাদের সকল ফাইল পাঠিয়েছিলাম। তারা বলেছেন এই অবস্থায় রোগীকে মুভ করানো ঠিক হবে না।

এদিকে শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ-মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জিএম কাদের বলেন, উনার শরীরের কোনো অর্গান ঠিকমতো কাজ করছে না। তার কিডনি ফাংশন পুরোপুরি চালু নয়। ফলে শরীরের বর্জ্যগুলো বের হতে পারছে না। এছাড়া তার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্টও বেড়েছে।

বুধবার (৩ জুলাই) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জি এম কাদের বলেন, এরশাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত আছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। ফুসফুস ও কিডনীর অবস্থা আরও উন্নতি হয়েছে। প্রসাবও স্বাভাবিক হচ্ছে। ডাক্তাররা মনে করছেন আরও দুই তিন দিন এমন অবস্থা থাকলে তার আরও উন্নতি ঘটবে।

এছাড়া মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ডাক্তাররা আশাবাদী। ফুসফুস ও কিডনির সমস্যা সার্বিকভাবে ভালো বলা যায়, তবে তিনি শঙ্কামুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ সময় জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে দলের নেতাকর্মীরা কষ্ট পাচ্ছেন। আমরা প্রতিদিন আপনাদের আপডেট জানাব। প্রয়োজন হলে আইএসপিআর থেকে নিয়মিত এরশাদের স্বাস্থ্যের বুলেটিন পাঠানো হবে।

রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘদিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৬ জুন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here