আমি অবাক, আমি অচেতন আমি সচেতন

0
0

ওষুধ কোম্পানীর মধ্যে ফাইজার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে সব চেয়ে বড় এবং শ্রেষ্ঠ।বহু বছর এই কোম্পানীতে চাকরি করেছি এবং প্রতি বছর কম্পানীর বাজেট তৈরিতে জড়িত ছিলাম। সুইডেনের সংসদে জাতীয় বাজেট পাশের ধারা বাহিকতা টিভিতে ফলো করি। আমার পারিবারিক বাজেটও করে থাকি। কোম্পানীর ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রাক্কলিত বাজেট বিশেষ করে অতীতের ঘটে যাওয়া ঘটনা বা বছরের আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা কেমন ছিল এবং কেমন হয়েছে এসব বিষয়ে আলাপ আলোচনা করা হয়। প্রতিটি বিভাগের চাহিদা একত্রিত করে সবার মতামত অনুযায়ী বাজেট অনুমোদন করা হয়ে থাকে।

সুইডেনের জাতীয় বাজেটের উপর আলোচনা পর্যালোচনা হয়। কোন খাতে কত টাকা অনুমোদিত হলো, এবং কেনো হলো ইত্যাদি বিষয়ে সুইডিশ সংসদে সবাই মিলে প্রস্তাবিত বাজেট আলোচনা পর্যালোচনা করার পরে সেটা অনুমোদন করে। আমরা টিভিতে বা খবরের কাগজে বাজেটের উপর বর্ণনার ধারাবাহিকতা দেখে থাকি। সংসদ স্পিকার সাধারণত সময় নির্ধারণ করে থাকেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যরা তাদের মতামত দিয়ে থাকেন।

জনগণ যখন দেখে যে সংসদে সুষ্ঠ পরিবেশে সব কিছু পরিচালিত হচ্ছে স্বাভাবিক ভাবেই দেশের সংসদ সদস্যদের উপর তখন আস্হা বেড়ে যায়। জনগণ স্বস্তি অনুভব করে এবং গর্বিত হয় দেখে যে তার গুরুত্বপূর্ণ ভোট সে একজন দায়ীত্বশীল নাগরিককে দিয়েছে। এবং সেই দায়ীত্বশীল সংসদ সদস্য তার দায়ীত্ব সুন্দর ভাবে পালন করছে। এমনটিই হবার কথা একটি সৃজনশীল সমাজ এবং গনতন্ত্রের সংসদে।

আমি বেশ কিউরিয়াস ছিলাম বাংলাদেশের সংসদে কি হয় বা তারা কি ভাবে তাদের দায়ীত্ব পালন করে তা জানার জন্য। হঠাৎ ফেজবুকের মাধ্যমে বাংলাদেশের সংসদের বাজেট বিষয়ক অধিবেশনের কার্যক্রম দেখার সৌভাগ্য হলো। বেশির ভাগ সংসদ সদস্য ৯ মিনিট সময় পেয়েছে বাজেটের উপর মন্তব্য করতে কিন্তু তার কিছুই শোনার ভাগ্য হলোনা আমার।

প্রথমে একটু অবাক হয়েছিলাম দেখে, বিশ্বাস করতে এবং মেনে নিতে। দেখি কেউ গানের সুরে, কেউ বিপক্ষের দলগুলোকে গালিগালাজের মাধ্যমে, কেউ কবিতার সুরে, কেউ বেসুরে, কেউ তেল মেরে, কেউ পুরো সময় ব্যয় করছে প্রসংশা মূলক কথা বলে। মজার ব্যপার হলো সবাই ৯ মিনিট পার করে পরে অতিরিক্ত ১, ২ বা ৩ মিনিট সময় বাড়ানোর জন্য স্পিকারকে অনুরোধ করছে। ভাবলাম এবার তাঁরা কিছু বলবেন বাজেট সম্পর্কে।

ওমা! দেখি সেই অতিরিক্ত সময় ব্যয় করল গালাগালি এবং বিপক্ষের নিন্দা করে। কেউ কেউ আবার গানের মাধ্যমে সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিধায় মাননীয় স্পিকার নিজ থেকেই ১ মিনিট সময় বাড়িয়ে দিলেন যাতে তিনি গানের বাকি অংশটি শেষ করতে পারেন। সব কিছু দেখে মনে হলো ঠিকই তো আছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়! সংসদ ভবনের কীর্তিকলাপ দেখে বুঝতে অসুবিধে হয়নি দেশের অবস্থা।
সংসদ ভবনে যা দেখলাম তাতে বিশ্বাস করার মত চিন্তাই আসে না যে দেশের উন্নতির পেছনে উনাদের কোন অবদান থাকতে পারে। জনগণের ভোটে পাশ করে কেউ সংসদে বসে গান গাইতে বা গান শুনতে পারে তা এর আগে কখনো দেখিনি।
বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষের প্রতি আমার ভালোবাসা এবং ভক্তি আরো বেড়ে গেলো কারণ তাঁরা যদি সংসদ ভবনে মাননীয় সংসদ সদস্যের মত আচরণ করতে শুরু করত তবে দেশতো রসাতলে যেত এতদিনে। দেশের সাধারণ মানুষ অসাধারণ দায়ীত্ব কর্তব্য পালন করছে যার জন্য বাংলাদেশ টিকে আছে এখনও।

বর্তমানে দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে খুন, দূর্নীতি, ঘুষ, ধর্ষণ। ধর্ষকের হাত থেকে রক্ষা পাচ্ছে না শিশু-বৃদ্ধা এমনকি প্রতিবন্ধী নারীরা পর্যন্ত। চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ হচ্ছে। শুধু ধর্ষণেই শেষ নয় এরপর নির্মম নির্যাতন এবং চলন্ত বাস থেকে ফেলে দেওয়া কিংবা আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটছে। কথা উঠছে এসব বড় বড় দূর্নীতিবাজ, অর্থ পাচারকারি এবং খুনিদের সহযোগিতায় পুলিশ এবং রাজনৈতিক প্রভাব শালিরা জড়িত।

চারিদিকে প্রশ্ন-কেন এদের মৃত্যুদন্ড দেওয়া হচ্ছে না? এখন যদি এসব ক্রিমিনালদের ঘটনার সত্য জানার আগেই গুলি করে হত্যা করা হয় তা হলে সমস্যার সমাধান হবে কি? সনাক্ত করা যাবে কি সত্যিকারের রাঘব বোয়ালদের বা গডফাদারদের? তা যদি না যায় তাহলে তো আবারও নয়ন বন্ডের মত শত শত সন্ত্রাসীর জন্ম হবে দেশে! এসব ঘটনা দুশ্চিন্তাকেও ছাড়িয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এখন দুশ্চিন্তাই যেন জীবনে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যা আমাদের মনকে অশান্ত করছে। আমরা কোন জগতে বসবাস করছি? এখনো কী করে আমরা সহজভাবে চলছি, কথা বলছি?

এখন সংসদে যদি গান বাজনা বা শুধু পরনিন্দাই চলতে থাকে তবে সচেতন জাতি দিনে দিনে অসচেতন হতে থাকবে। বিরোধী দলকে গালিগালাজ বা প্রসংশায় পঞ্চমুখ হয়ে উর্ধতন কর্তৃপক্ষকে তেল না দিয়ে বরং সংসদ সদস্যদের সচেতন হতে হবে। জীবনযুদ্ধে বিশুদ্ধভাবে চলার জন্য প্রয়োজন সচেতনতার।

নিজের দেশ, পরিবেশ, সংস্কৃতি, মানুষে মানুষে সম্প্রীতি, অনিয়ম-অসংগতি, সৎ আদর্শ, সৎ নীতি সব ব্যাপারেই প্রয়োজন সচেতনতার। প্রয়োজন কর্মক্ষেত্রের সর্বক্ষেত্রে সবার সৎ এবং সততা নিয়ে চলা। তাহলে দেশ ও জাতি দুশ্চিন্তায় হাবুডুবু খাবে না। – Imagine all the people living for worthy life, Imagine all the people living life in peace and love.
হাত জোড় করি মহান আল্লাহ পাক রাব্বুল আলআমিনের দরবারে তিনি যেন সংসদ সদস্যদের দেশ, দেশের পরিবেশ এবং দেশের মানুষের কল্যানের উপর কাজ করার তৌফিক দান করেন।

রহমান মৃধা, দূরপরবাস সুইডেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here