চেক জালিয়াতির মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জ গঠন

0
35

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার চেক প্রতারণা মামলায় আদালতে চার্জ গঠন করা হয়েছে। রবিবার (৩০জুন) ফেনীর মূখ্য বিচারিক হাকিম মো. আবদুর রহিমের আদালতে এ চার্জ গঠন করা হয়।

এ মামলায় অধ্যক্ষ সিরাজসহ অপর আসামী নুর নবী নয়ন ও মোতাহের হোসেন মর্তুজার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আগামী রবিবার (০৭ জুলাই) আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

মামলার বাদী আবদুল কাইয়ুম ভূঞা জানান, উম্মুল কুরা সমিতির চেয়ারম্যান থাকাকালীন অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা জমি, গাড়ি, একটি ফার্নিচার শো-রুম ও উম্মুল কুরা মাদ্রাসার জামানত বাবদ এক কোটি ঊনচল্লিশ লাখ টাকা আত্মসাত করেন। সমিতির সাধারণ সভায় তা প্রমাণিত হলে সমিতির ১০৯ সদস্যর পক্ষে সমিতির ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম ভূঞার নামে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার একটি চেক প্রদান করেন অধ্যক্ষ সিরাজ। ইসলামী ব্যাংক কলেজ রোড, ফেনী শাখায় চেকটি প্রত্যাখ্যাত হলে আবদুল কাইয়ুম ভূঞা বাদী হয়ে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here