ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণ করবে সরকার: মোস্তাফা জব্বার

0
0

আগামী সেপ্টেম্বরের পরে ফেসবুক ও ইউটিউবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে সরকার। বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার সকালে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ভুয়া খবর নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে। তারা বৈধ অনলাইন পোর্টালের তালিকা দিলে সেগুলো রেখে আমরা বাকিগুলো বন্ধ করে দেব।

তিনি বলেন, আমেরিকান কোম্পানি হওয়ায় এখন আমরা ফেসবুক-ইউটিউবে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। তবে সেপ্টেম্বরের পরে এ সমস্যার সমাধান হবে। এসময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমি অনুরোধ করবো, দেশের প্রচলিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে দ্রুত নিবন্ধন করে নিন। বৈধ অনলাইন পোর্টালগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। বাকিগুলো বন্ধ করে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here