দক্ষিণ কোরিয়ায় আমদানি পণ্য মেলায় বাংলাদেশ

0
0

আমদানি পণ্য মেলায় (Import Goods Fair) অংশ নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রথম বারের মত কোএক্স মলে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। এতে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১০ টি কোম্পানি অংশ নিয়েছে।

তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামীকাল ২৯ জুন। কোরিয়া ইমপোর্ট অ্যাসোসিয়েশন (KOIMA) দীর্ঘদিন ধরে এই মেলার আয়োজন করে আসছে। এবারের এই মেলায় বাংলাদেশসহ ৪৫টি দেশের ১২৯টি কোম্পানী অংশগ্রহণ করেছে। বাংলাদেশ এই মেলায় মোট ১২টি বুথ এর মাধ্যমে দেশীয় পণ্য সামগ্রী প্রদর্শন করছে।

প্যাভেলিয়নে বাংলাদেশের ঐতিহ্যবাহী গার্মেন্টস দ্রব্যাদি, কার্গো সার্ভিস, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা, সিরামিক পণ্য ইত্যাদি প্রদর্শন করা হয় যা আগত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। মেলায় আগত কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের উন্নতমানের চামড়াজাত পণ্য ও সিরামিক পণ্যের বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। মেলা চলাকালে বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক দর্শনার্থী ও ব্যবসায়ী বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here