সোনাগাজীর মেজর সোলায়মানের আম বাগানের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশে

0
0

সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সোলায়মান প্রমাণ করেছেন, যতœ নিলে ফেনীর সোনাগাজীতেও এসব আম ফলানো সম্ভব। ল্যাংড়া, গোপালভোগ, মরিয়ম, খিরসা, মধুরানী, হিমসাগর কিংবা হাঁড়িভাঙা- এসব তো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকার আম। তবে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৭২ জাতের আম রয়েছে তাঁর বাগানে। বাংলাদেশ ছাড়াও ইউরোপ, থাইল্যান্ড, মালেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের সেরা এসব আমের চারা সংগ্রহ করেন তিনি। বাংলাদেশের আর কোথাও এতো সুস্বাদু ও বিরল জাতের আমের সংগ্রহ নেই। বাগানে নানা জাতের আম লাগিয়েই ক্ষান্ত হননি তিনি, জাত উন্নয়নে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষাও করে চলেছেন।

১৯৯২ সালে ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরি প্রকল্প এলাকায় প্রায় ৭৫ একর জমিতে সোনাগাজী অ্যাগ্রো কমপ্লেক্স নামের সমন্বিত খামার প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সোলায়মান। খামারে মাছ চাষ ও গবাদিপশু পালনের পাশাপাশি কোনো ধরনের কীটনাশকের ব্যবহার ছাড়াই বিষমুক্ত উপায়ে ফলের বাগান করছেন তিনি। বাগানের সাড়ে তিন হাজার আমগাছে এবারও আমের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বাগানে আমের পাশাপাশি কাঁঠাল, উন্নত জাতের কলা, পেঁপে, নারকেল, ড্রাগন ফল ও জামরুলের চাষও করেছেন তিনি।

সোনাগাজী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে মুহুরি প্রকল্পের পাশে তাঁর খামারের অবস্থান। প্রকল্পের ছয় একর জায়গায় তিনি গড়ে তুলেছেন আমের বাগান। বর্তমানে বাগানের পরিধি বেড়েছে ৭৫ একর হয়েছে। সম্প্রতি তাঁর খামার প্রকল্পে গিয়ে দেখা গেছে, মাছ চাষের জন্য খনন করা বিশাল পুকুরের দুই ধারে আমগাছের সারি। গাছে গাছে ঝুলছে নানা প্রজাতির আম। একেক জাতের আমের গঠন একেক রকম। কোনোটি গোল আবার কোনোটি লম্বা।

মেজর সোলায়ামান জানান, খামারে সাড়ে তিন হাজার আমের গাছ আছে। এ বছর আরো দেড় হাজার চারা লাগাবেন তিনি। এ পর্যন্ত আম বাগানের পেছনে তাঁর খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা তাঁর বাগান থেকে আম কিনে নিয়ে যান। ৭ বছর ধরে বাণিজ্যিকভাবে আম বিক্রি করছেন তিনি। এ মৌসুমে সব মিলিয়ে ত্রিশ লাখ টাকার চারা, ৬০/৭০ লাখ টাকার আম বিক্রি হবে বলে তিনি আশা করছেন।তিনি আরো বলেন, এসব আম খুবই মিষ্টি এবং সুস্বাদু। প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি করছেন তিনি। এছাড়া এই বাগানে আলফানসো, রুবি, ব্যানানা, দোসারি ও রাঙ্গুয়াই, পলমার, তোতাপুরী নামের বিদেশি জাতের আমও ধরেছে।

সেনাবাহিনীর সাবেক মেজর সোলায়মান বলেন, এ অঞ্চলের মানুষ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের চাষ করেন না। অথচ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে এসব জাতের আম এখানে ভালো ফলবে। তার প্রমাণ আমার এই বাগান।তিনি আরো বলেন, তাঁর বাগানের আমে কোনো ধরনের কীটনাশক নেই। এ ছাড়া গাছে ইউরিয়াা সার দেওয়াার পরিবর্তে জৈব সার ব্যবহার করেন বলে তিনি জানান।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন মজুমদার বলেন, এ খামারে উৎপাদিত আমের গুণগতমান অত্যন্ত ভালো ও সুস্বাদু।উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এ খামারে রোগবালাইয়ের হাত থেকে রক্ষাসহ সবধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here