নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে পুরিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও ডাকাত সদস্য লিপু হক ওরফে বোমা লিপু। পুলিশের দাবি মতে বৃহস্পতিবার ভোর রাত তিনটায় ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনায় ডিবি পুলিশের কর্মকর্তাসহ ৪ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শ্যূটার গান উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই কামরুল হাসান জানান,বুধবার লিপুকে গ্রেফতার করার পর তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার রাতে লিপুকেসহ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় পৌছলে লিপুর সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পুলিশের প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ব লিপুকে এবং সন্ত্রাসী হামলায় আহত ডিবি পুলিশের পরিদর্শক এনামুল,এসআই কামরুল ,এএসআই জুয়েল ও কনস্টেবল নাদিমকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক লিপুকে মৃতবলে ঘোষনা করেন, এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেন।
পুলিশ জানায়, লিপু ফতুল্লার পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র, বোমা ও নারী নির্যাতন সহ ১৫টির বেশি মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তাকে ধরিয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।