ব্যবসার প্রসারে উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ঘটাতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২০জুন)সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘ইনোভেশন সোকেসিং ফেয়ার-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, উদ্ভাবনী চিন্তা চেতনা কাজে লাগাতে হবে। সামনের দিকে যাওয়ার জন্য উদ্ভাবনী চিন্তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। ব্যবসার প্রসারে নতুন উদ্যোগ নিতে হবে। পুরাতন ধ্যান ধারণা থেকে বের হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। ৩২ বিলিয়ন ডলারের ব্যবসার জন্য বিদেশি উদ্যোক্তা আসছে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বেশি।
তিনি আরও বলেন, সারা পৃথিবী বাণিজ্যের ওপর নির্ভরশীল। আমরা এক সময় কৃষির ওপর নির্ভরশীল ছিলাম। সেখান থেকে বেরিয়ে এখন আমরা বাণিজ্যে ধাবিত হচ্ছি। বাণিজ্যের উন্নতি হলে জীবনের মান উন্নত হবে। গতানুগতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমরা আশা করছি ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার এক্সপোর্ট হবে। পোশাক শিল্পে শুধু নয় সব শিল্পেই আমরা সমানভাবে এখন ভাল করছি।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে চা বাগানের রোগ বালাই, পোকা মাকড়ের আক্রমণ শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ, মোবাইল অ্যাপ দুটি পাতা একটি কুড়ি, টি রিসোর্ট অনলাইন পেমেন্ট সিস্টেম, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচার সহজীকরণে ইউটিউব চ্যানেল, আমদানি রফতানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় ও এলএম কার্যক্রমসহ ৯টি উদ্ভাবনী উদ্যোগের স্টল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।