দুর্নীতির মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

0
0

দুর্নীতি মামলায় বগুড়ায় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। জামিনের আবেদন না মঞ্জুর করার পর তাকে জেল হাজতে পাঠান হয়। বগুড়ার আদমদিঘি থানায় র্দুনীতি দমন কমিশনের(দুদক) দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিলো। বৃহস্পতিবার তিনি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত শুনানী শেষে তার জামিনের আবেদন না মঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে পাঠান হয়।

দুদক ও মামলা সুত্রে জানা যায়, বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্বে থাকাকালে আব্দুল লতিফ সিদ্দিকী বগুড়ার আদমদিঘী থানার দরিয়াপুর মৌজায় অবস্থিত বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজিসি) ২ দশমিক ৩৮ একর সম্পত্তি সরকারী বিধি ও নীতিমালা ভঙ্গ করে বগুড়ার কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদের নিকট বিক্রি করেন। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করে আব্দুল লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের দায়িত্বে থাকার সময় আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তি সার্থে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমুলক বিশ্বাস ও সরকারী সম্পত্তি বিক্রির নীতিমালা ভঙ্গ করেন। তিনি উন্মুক্ত দরপত্র ছাড়াই একক সিদ্ধান্তে জাহানারা রশিদের নিকট ৬৪ লাখ ৬৩ হাজার টাকার সম্পত্তি ২৩ লাখ ৯৪ হাজার টাকায় বিক্রি করে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার টাকা ক্ষতি সাধন করেছেন বলে উল্লেখ করা হয়। ২০১৭ সালের ১০ নবেম্বর মামলাটি বগুড়ার আদমদিঘী থানায় দায়ের হওয়ার পর গত বছরের ১৮ ফেব্র“য়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। বগুড়া দুণীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর(পিপি) এসএম আবুল কালাম আজাদ জানান, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী ও ক্রোকী পরোয়ানা ছিলো। বৃহস্পতিবার তিনি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকারের আদালত হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানী শেষে সাবেক মন্ত্রীর জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here