যশোরে নেই কোনো গণ শৌচাগার, বাসিন্দাদের ভোগান্তি

যশোর শহরে নেই কোনো গণ শৌচাগার। এ কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। বিশেষ করে বিভিন্ন গণপরিবহনে যাত্রীদের বিপাকে পড়তে হয় সবচেয়ে বেশি। ১৪.২৭ বর্গকিলোমিটারের এই পৌরসভায় মোট জনসংখ্যা আড়াই লাখের উপরে। এই জনসংখ্যার একাধিক এলাকায় কোনো গণশৌচাগার নেই বললেই চলে।এছাড়া নতুন নতুন যে মার্কেটগুলো গড়ে ওঠেছে সেগুলোতেও কোনো গণশৌচাগার নেই। এই মার্কেটগুলোতে যারা শপিং করতে আসে, তাদেরও ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। পুরুষেরা যেখানে সেখানে তাদের প্রাকৃতিক কাজ সারতে পারে।

যশোরে বসবাসকারী একজন বলেন, মার্কেটগুলোতে গণশৌচাগার নেই বললেই চলে। বিশেষ করে নারীরা যখন মার্কেটে আসে, হাঁটতে চলতে গিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয়, মার্কেট বাদ দিয়ে নিজ বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে চলে যেতে হয়। পুরুষরা আশেপাশের মসজিদে জায়গা নিয়ে নেয়। শুধু মার্কেট না, যশোর শহরের পৌরসভা কর্তৃক পাবলিক টয়লেট নেই বললেই চলে। কয়েকটা থাকলেও সেখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here