নীলফামারীর সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু

0
0

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বালক বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ জুন) দুপুরে শহরের পাটোয়ারী পাড়া চেতরা বটেরতল এলাকায় খড়খড়িয়া নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেনঃ- সৈয়দপুর পৌরসভার এলাকার কাজীরহাট পশ্চিমপাড়ার বাদলের ছেলে মেরাজ (১২) ও কাজীরহাট দক্ষিনপাড়ার আবেদ আলীর ছেলে কোবরান আলী (১০)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শহরের উল্লিখিত এলাকার ৫/৬ জন বালক এক সঙ্গে বাড়ির অদূরের সৈয়দপুর শহর রক্ষা বাধ সংলগ্ন খড়খড়িয়া নদীর বুড়িরখুড়া নামক স্থানে গোসল করতে যায়। এর এক পর্যায়ে ওই বালকের দলে থাকা মেরাজ ও কোরবান নদীর পানি ঘূর্ণিপাকের মধ্যে পড়ে যায়। এ সময় তাদের চিৎকারে সঙ্গীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে নিজেরাও পানির ঘূর্ণিপাকের মধ্যে পড়ার উপক্রম হয়। পরবর্তীতে তারা নদী থেকে উঠে এসে আশপাশের লোকজনকে ঘটনাটি জানায়। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। মেরাজ ও কোরবান তাদের বাড়ির পাশের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। এভাবে একই সঙ্গে নদীতে ডুবে দুই বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা নদীর পানিতে ডুবে দুই বালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত বলেন,এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিশেষ প্রতিনিধি॥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here