অস্ট্রেলিয়ায় অপরাধীর গুলীতে অস্ট্রেলিয়ায় ৪ জন নিহত

0
43

অস্ট্রেলিয়ায় উত্তরের শহর ডারউইনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রথম গুলিটি চালায় ৪৫ বছরের ওই হত্যাকারী। একে একে হামলা চালায় মোটেল ও বারসহ আরো চারটি স্পটে, ৪ জনের মৃত্যু ঘটলেও বেঁচে গেছেন একজন। খুনির নরকগুলজার চলে এক ঘণ্টা, এরপর তাকে ধরে ফেলে পুলিশ। পুরানো এই অপরাধী গত জানুয়ারিতে প্যারোলে মুক্তি পেয়েছিলো কারাগার থেকে। বিবিসি

এ ধরনের বন্দুকবাজি অস্ট্রেলিয়ায় অনেক বছর ধরেই বিরল। তাসমানিয়ায় ৩৫ জন নিহত হওয়ার পর ১৯৯৬ সালে দেশটিতে অস্ত্র আইন সংশোধন করা হয়। প্রচ- বিধিনিষেধ আরোপ হলে তখন থেকেই অস্ট্রেলিয়ায় বন্দুকের খুনখারাবি, বলা যায়, বন্ধই হয়ে গিয়েছিলো। তাই চারখুনের ঘটনায় তোলপাড় হচ্ছে দেশজুড়ে, খোদ প্রধানমন্ত্রী স্কট মরিসন বিবৃতি দিয়েছেন এই হত্যাকা-ের পর। বিবৃতিতে তিনি বলেন, এই খুনজখম প্রচলিত সন্ত্রাসবাদের সাথে কোনোভাবেই যুক্ত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here