মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শুক্রবার সকাল ৮টার দিকে দেড় বছরের শিশুসহ লঞ্চে উঠতে গিয়ে যাত্রীদের চাপে স্বামী-স্ত্রীসহ নদীতে পরে যায়। এ সময় ঘাটের লোকজন, আনসার ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধারকরা হয়। লঞ্চে তাদের লোকজন আরো থাকায় তারা লঞ্চে উঠে যাওয়ায় তাদের পরিচয় নেওয়া যায়নি। তারা স্ব পরিবারে বাড়ি যাচ্ছিল ঈদ করতে।
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজ শুক্রবার ভোররাত থেকেই ঘরমুখো যাত্রীদের উপচে পরা ভীর দেখাগেছে। তবে রাস্তায় যানজট নেই। ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের ২১ জেলার যাত্রী ঈদ উপলক্ষে এ ঘাট দিয়ে বাড়ি ফিরছেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে। ছোট গাড়ি অগ্রাধিকারে পার হচ্ছে তাই ট্রাক কাভার ভ্যান রাস্তার পাশে লাইনে রাখা হয়েছে।
মাঝে মাঝে দু চারটে করে ফেরিতে উঠছে। তবে ২ তারিখ রাত থেকে কাভার ভ্যান ও ট্রাক পারাপার সম্পূর্ণ বন্ধ থাকবে। ৮৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পরা ভীর দেখাগেছে। ৫ শতাধিক স্পীডবোট দিয়ে যাত্রীরা পার হচ্ছেন। লঞ্চে ও স্পীডবোটে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। কোন কোন স্পীডবোট ও লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে কিছু যাত্রী বেশি নিতে দেখা গেছে।