সরকারি ট্যাক্স নিজ অ্যাকাউন্টে জমা, লালমনিরহাটে অফিস সহকারী গ্রেফতার

0
124

লালমনিরহাটে উপ-কর কমিশন অফিসের অফিস সহকারী আব্দুল মজিদকে দুদকের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। সরকারি ট্যাক্স নিজ অ্যাকাউন্টে নেয়ায় মঙ্গলবার দুপুরে দুদক এর উপ-পরিদর্শক মো. আব্দুল আজিজ সরকার পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছেন।

এর আগে গত ২০ মে সোমবার দিনাজপুরের কোতয়ালী থানায় অফিস সহকারী আব্দুল মজিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ডেইলি বাংলাদেশকে বলেন, উপ-কর কমিশন অফিসের অফিস সহাকারী আব্দুল মজিদ দিনাজপুর জেলায় চাকরির সময় সরকারি ট্র্যাক্সের প্রায় পাঁচ লাখ টাকা সরকারি অ্যাকাউন্টে জমা না দিয়ে তা নিজের অ্যাকাউন্টে জমা দেন। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মামলা হলে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এর কয়েকদিন পরে ওই অফিস সহকারী আব্দুল মজিদকে লালমনিরহাট জেলায় বদলি করা হয়।

ওসি আরো বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর সরকারি টাকা নিজের অ্যাকাউন্টে রাখায় দুর্নীতির দায়ে দুদক মামলা করে। ওই মামলায় দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ট্যাক্সের ২ কোটি ৪ লাখ ৩৫ হাজার ২৯১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় গতকাল অভিযান চালিয়ে বিভিন্ন জেলা হতে ব্যাংক কর্মকর্তাসহ সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গুলো হলো লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার ট্যাক্স সার্কেল ও সোনালী ব্যাংকের দিনাজপুর প্রিন্সিপাল শাখায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর ট্যাক্স সার্কেলের অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার (৪০) ও একই কার্যালয়ের অফিস সহকারী আক্তারুজ্জামান ওরফে আপেল (৪২), লালমনিরহাট ট্যাক্স সার্কেলের প্রধান সহকারী আবদুল মজিদ (৪০), কুড়িগ্রাম ট্যাক্স সার্কেলের উচ্চমান সহকারী রফিকুল ইসলাম (৪৫), নীলফামারী ট্যাক্স সার্কেলের উচ্চমান সহকারী ফিরোজ জামান (৪০), পঞ্চগড় ট্যাক্স সার্কেলের নিরাপত্তা প্রহরী রাজেকুল ইসলাম (৩৫) ও দিনাজপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার কর্মকর্তা (ক্যাশ) মোহাম্মদ হাবিব।
বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here