সরাসরি কৃষকের কাছ থেকে লাভজনক মূল্যে ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু, কৃষি উপকরণের দাম কমানো, তিস্তার পানি চুক্তিসহ ১০ দফা দাবীতে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে উক্ত কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ কৃষক সমিতি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি নজমুল হক খাজা।
সমাবেশে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা কমিউনিষ্ট পাটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মধুসূদন রায় মধু প্রমুখ।
অবিলম্বে ১০ দফা দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, দ্রুত দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি