কুসংস্কার,ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন নজরুল : হানিফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন কুসংস্কার ও ধর্মান্ধতর বিরুদ্ধে। তার সাংবিধানিক স্বীকৃতি নিয়ে নতুন করে ভাবনা ও বিতর্কের কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির ১২০ তম জন্ম বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য তার কবিতা,গল্পের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন। তিনি সব সময় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছিলেন তিনি।

জাতীয় কবি হিসেবে সাংবিধানিক ঘোষণার নথিপত্র আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কবি নজরুল ইসলামকে বঙ্গবন্ধু কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। আমরা জানি তিনি আমাদের জাতীয় কবি। এটার কোথায় প্রজ্ঞাপন আছে কিনা সেটা সরকার সংশ্লিষ্টরা বলতে পারবেন। কবিকে বঙ্গবন্ধু জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন। এটি নিয়ে নতুন করে ভাবনার ও বিতর্কের কোনও সুযোগ নেই।

কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নজরুল ইনস্টিটিউট, জাসাস ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আাওয়ামী লীগের মহানগর ইউনিট, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শ্রদ্ধা নিবেদন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here