সৌদির বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা

0
0

সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল হামলার পর দেশটির একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। এ হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। মঙ্গলবার সকালের দিকে দেশটির নাজরান প্রদেশের হুথি সমর্থিত সামরিক বাহিনী নতুন করে এই ড্রোন হামলা চালায়।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা বলছে, মঙ্গলবা সকালে সৌদি আরবের নাজরানের বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকির বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত সৌদি সংবাদ সংস্থা জানায়, কোনো ধরনের উসকানি ছাড়াই নাজরান প্রদেশের সাধারণ নাগরিকদের টার্গেট করে হামলার চেষ্টা করে হুথি।

মালিকি এ হামলার বিষয়ে সর্তক করে বলেন, এই হামলার কঠিন জবাব দেওয়া হবে। এছাড়া হুথি গোষ্ঠীকে তিনি ইরানের পরিচালিত সন্ত্রাসী বাহিনী হিসেবে আখ্যায়িত করেন। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ওই বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালায়। হামলায় সেখানে আগুন ধরে যায়। হামলায় কাসেফ-২-কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে বলে জানায় হুথি।

দেশটির রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮৪০ কিলোমিটা দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নাজরান। প্রদেশটির বিমানঘাঁটির হ্যাঙ্গারে এ হামলা চালানোর দাবি করে হুথি। এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয়। এর আগে সোমবার সকালে সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল হামলা চালায় হুতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here