যুক্তরাষ্ট্রের আকাশে পরমাণু বোমাবাহী ৬ রুশ যুদ্ধবিমান

0
0

পরমাণু বোমাবাহী ৬টি রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছিলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে। বিপদের আশঙ্কায় মার্কিন এফ-২২ স্টিলথ বিমান সেগুলোকে ধাওয়া দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। গত সোমবার রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

সিএনএন এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে রাশিয়ার যে বিমানগুলো ঢোকে তার মধ্যে চারটি বোমারু ও দুইটি যুদ্ধবিমান ছিল। পরে উত্তর আমেরিকা আকাশ প্রতিরক্ষা কমান্ডের (এনওআরএডি) এফ-২২ স্টিলথ বিমান ওই রুশ বিমানগুলোকে ধাওয়া করে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রুশ বোমারু ও যুদ্ধবিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ধাওয়া করা হয়। আলাস্কার পশ্চিম উপকূল থেকে যা আনুমানিক ২০০ মাইল দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি গতকাল মঙ্গলবার এক টুইটে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নানা ভূ-রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরোধ ও উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটল। তবে যুক্তরাষ্ট্র বিষয়টিকে রাশিয়ার শক্তির মহড়া হিসেবেই বিবেচনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here