সিসি ক্যামেরা স্থাপনের জন্য এলওসিসিকে এক কোটি টাকা দিলো বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন

0
0

রাজধানীর গুলশান-বনানী ডিপ্লোমেটিক জোনে তৃতীয় পর্যায়ের সিসি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্যে ‘ল এন্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি’কে (এলওসিসি) এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন। আজ রবিবার (১৯ মে, ২০১৯) বেলা ১১টায় ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটিকে (এলওসিসি) এই চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০১৯ সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন এর গ্র্যান্ড বলরুমে ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি (এলওসিসি) আয়োজিত অনুষ্ঠানে সিসি ক্যামেরা কার্যক্রম ও স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করা হয়।

গুলশানের ১০২ নম্বর রোডে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ৪২টি মনিটর দিয়ে ১০০০ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিএমপি’র চৌকস অফিসাররা ২৪ ঘন্টা এই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করছে।

এ সময় চেক হস্তান্তর অনুষ্ঠানে ল এন্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি (এলওসিসি) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন এর কর্মকর্তাসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-পুলিশ কমিশনার
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here