গাজীপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানব বন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কের পাশে বিভিন্ন প্রকার ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নারী-পুরুষ ও যুবকরা। এসময় ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদেও সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল কাদির মন্ডল ও রোকসানা আহমেদ রোজী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি এ.কে.এম. কাউসার চৌধূরী, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্বাস উদ্দিন ও ছাত্রলীগ নেতা মফিজ উদ্দিন প্রমূখ।
বক্তারা সমাবেশে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ ও ১৮ নং ওয়ার্ড সম্প্রতি, মাদক ব্যবসা ও সেবন এবং সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। কিছুসংখ্যক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকাশ্যে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা ওই ওয়ার্ডগুলোসহ আশেপাশের এলাকা মাদক ও সন্ত্রাস নির্মূল এবং এলাকার যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করতে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের প্রতি আহবান জানান।