কক্সবাজারে বজ্রপাতে রোহিঙ্গাসহ নিহত ৩

0
0

কক্সবাজারে পৃথক বজ্রপাতের ঘটনায় এক রোহিঙ্গাসহ তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে রামু উপজেলায় দুজন এবং উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ছাড়া বজ্রপাতের ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় বজ্রপাতে একই পরিবারের দুই শিশু নিহত হয়।

নিহতরা হলো- ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও আফনান (২)। এ ঘটনায় নিহতদের বাবা-মা সহ আরেক শিশু আহত হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনুসর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ দুপুর পৌনে ১২টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ‍ দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here