কানাডার আলবার্টা মহিলা দাবায় বাংলাদেশের শাবানা রানার্সআপ

0
39

কানাডার আলবার্টার রাজধানী এডমন্টন শহরে ‘আলবার্টা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যালগারি, রেডডিয়ার, লেডুক এবং এডমন্টনের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। পাঁচ রাউন্ডের এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্টে লেডুকের আগ্নেজকা মাত্রাস সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রার্নাস আপ হয়েছেন বাংলাদেশের সৈয়দা শাবানা পারভীন। তিনি সাড়ে তিন পয়েন্ট পেয়ে এই গৌরব অর্জন করেন। শাবানা পারভীন ২০১৪তে আলবার্টা মহিলা দাবায় চ্যাম্পিয়ন হন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় মহিলা দাবাতে ১৯৮৯, ১৯৯৩, ১৯৯৫, ২০০২ এবং ২০০৩ সহ পাঁচবার চ্যাম্পিয়ন হন। চারবার রার্নাস আপের ট্রফিও অর্জন করেন। তিনি বাংলাদেশের হয়ে বিশ্ব দাবা অলিম্পিয়াড ১৯৮৮ গ্রীস, ১৯৯২ ফিলিপিন, ১৯৯৪ ও ১৯৯৮ রাশিয়া, ২০০২ স্লোভেনিয়া, ২০০৪ স্পেন এবং ২০০৮ জার্মানে অনুষ্ঠিত আসরে অংশ নেন।

দাবা অলিম্পিয়াড ১৯৯২তে তিনি ব্রোঞ্জ পদক ও আসিয়ান সিটি টুর্নামেন্টে সিলভার পদক পান। এছাড়াও বিভিন্ন অন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলে কৃতিত্ব ও সুনাম অর্জন করেছেন শাবানা পারভীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here