স্বামীহারা বাসন্তী রাণীর সংসারে অনিশ্চয়তা

0
0

বাসন্তী রাণী। বয়স মাত্র ২৮ বছর। এরই মধ্যে স্বামী গত হয়েছেন, তাও যুগ পেরিয়েছে। ছোট্ট মেয়ে তখন পৃথিবীর আলো দেখেনি। সেই মেয়ে সমাপ্তি এখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আর বড় মেয়ে স্বর্ণা দশম শ্রেণির শিক্ষার্থী। চার দিন গত হয়েছে বই নিয়ে পড়ার টেবিলে বসতে পারেনি। নৃশংস মারধরের ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের শয্যা পাশেই প্রচন্ড গরমে দিন কাটছে ওদের। দেবর সমির হাওলাদার নির্মম মারধর করে বাসন্তীকে। মায়ের অসহায়ত্ব দেখে মেয়েদের মুখও শুকনো, ফ্যাকাশে হয়ে আছে। মা যখন যন্ত্রনায় ছটফট করে তখন মুখ ঘুরিয়ে মাকে না দেখানো অশ্র“ ঝরে মেয়ে দুটোর। তারপরও মাকে শান্তনা দেয় ওরা। যেন ভুলে গেছে বাড়িঘরের কথা। ওদের এখন ঠিকানা কলাপাড়া হাসপাতাল।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিজকাটা গ্রামে বসতি বাসন্তীর। স্কুলের সীমানা পার হতেই বিয়ের পিড়িতে। এক যুগ আগে গত হয়েছেন স্বামী দেব রঞ্জন হাওলাদার। কাঠমিস্ত্রির কাজ করতেন। স্বামীকে হারানোর পরে দু’চোখে সর্ষেফুল দেখা বাসন্তী সন্তানের মুখে দু’বেলা অন্নের যোগাড়ে রাস্তায় মাটি কেটেছেন। হোগলা বুননের কাজ করে ঠেলছেন জীবিকার চাঁকা। এর মধ্য দিয়ে বড় মেয়ে স্বর্ণা এবছর দশম শ্রেণির এবং ছোট্ট সমাপ্তি পঞ্চম শেণিতে পড়ছে। যেন যুদ্ধ করছে সংসারের মা-মেয়েরা। তারপরও নিজের মতো করে থাকতে চেয়েছেন।

বাসন্তী জানান, তাদের আতঙ্ক এখন দেবর সমির হাওলাদার। স্বামীর রেখে যাওয়া ভিটের দখল নিতে একের পর এক চক্রান্ত। সবশেষ ওদের ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেয়। উঠোনে ফেলে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়েছে। রডের আঘাতে মাথায় প্রায় তিন ইঞ্চি ফেঁটে গেছে। মাথা থেকে গলগল করে রক্ত বের হলেও মারধর থামেনি সমিরের। দুই মেয়ে মায়ের উপর এমন নির্দয় মারধর দেখে বাঁধা দিলে তাঁদেরকেও মারধর করা হয়। ৮ মে বিকেলে এমন নির্যাতনের ঘটনায় প্রতিবেশিরা এগিয়ে আসেন। এমনকি কয়েক নারী পড়শিও সমিরের হামলার শিকার হয়েছেন। এক পর্যায় গ্রামবাসী একজোট হয়ে এগিয়ে আসলে সমির পালিয়ে যায়। ওই রাতেই মা, দুই মেয়ে ও আহত এক পড়শিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৯ মে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাসন্তী রাণী মামলা করেছেন। আদালত কলাপাড়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেন। স্বর্ণা জানায়, বাবার মুখটা মনে নেই আমার। ছোট বোন বাবাকে দেখেনি। মায়ের শত কষ্ট আর ঘামে ভেঁজা শ্রমে কোনমতে দু’মুঠো ভাত খেয়ে লেখাপড়া করছে। কিন্তু আজ যদি মায়ের কিছু হয়ে যায় তখন কে দেখবে তাঁদের। দুই বোনের চোখের জল ও আর্তনাদ দেখে হাসপাতালে অন্য রোগীর স্বজনরাও চোখের জল আটকাতে পারেনি। তারা এখন সুস্থ হয়ে বাড়ি ফেরা ও নিরাপদে বাড়িতে থাকার নিরাপত্তা চেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here