প্রায় ৪৬ লক্ষ টাকার জালনোটসহ গ্রেফতার ৩

0
0

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা সংঘবদ্ধ জাল টাকা তৈরি চক্রের দলনেতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। গ্রেফতারকৃতরা হলো-মোঃ জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪৫,৬৮,০০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

১০ মে, ২০১৯ বিকাল ৫.১০ টায় সহকারী পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মোঃ জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৭ লক্ষ জাল টাকা নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একইটিম ঐদিন সন্ধ্যা ৭.২০ টায় চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমান জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা উল্লেখিত সরঞ্জামাদি ব্যবহার করে জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের সমস্ত জেলাসমূহে লেনদেন করত। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

উপ-পুলিশ কমিশনার
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here