চবিতে রোববার থেকে ৩৫ দিনের ছুটি শুরু

0
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) বর্ষাকালীন ছুটি, রমজান, শবে-ই-কদর, ঈদ-উল-ফিতর উলপক্ষে মোট ৩৫ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ মে) থেকে। বৃহস্পতিবার (৯মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন এ তথ্য জানান। রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত ৩১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১০ মে (শুক্রবার) ও ১১মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস ছুটি হচ্ছে নির্ধারিত সময়ের দুই দিন আগে। একইভাবে ১৪ ও ১৫ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে ১৬ জুন (রোববার)।

ফলে সব মিলিয়ে ৩৫ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন বন্ধের সময়ের নিয়ম অনুযায়ী সময়ে চলাচল করবে। শামসুন্নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা আঁখি বলেন, বন্ধে আবাসিক হলগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুবিধা বিবেচনা করে অবকাশকালে হলগুলো খোলা রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকাকালে হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক শিক্ষার্থীদের ডাইনিং, ক্যান্টিনসহ অন্যান্য সুবিধা বহাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here