শ্রীলঙ্কায় হামলাকারীদের প্রশিক্ষণ শিবিরের সন্ধান

0
54

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কা আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ শিবির খুঁজে পেয়েছে দেশটির পুলিশ। ওই শিবিরে হামলাকারীরা বোমা তৈরি ও বন্দুকের ব্যবহার শিখেছে বলে ধারণা করা হচ্ছে। বেশ বড় ওই ক্যাম্পটি ১০ একর জায়গার ওপর অবস্থিত। এটি শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কাত্তানকুদি শহরে অবস্থিত। অপেক্ষাকৃত দরিদ্র লোকের ওই এলাকায় ক্যাম্পটি চারদিক দিয়ে দেয়ালে ঘেরা ছিল এবং সেটি আবাসিক এলাকার মধ্যে ছিল। শ্রীলঙ্কা হামলার মূলহোতা জাহরান হাশিমের বাড়িও এই কাত্তানকুদিতে অবস্থিত। ২১ এপ্রিল চালানো ওই ভয়াবহ হামলায় ২৫৭ জনের মৃত্যু হয়েছে। তিনটি চার্চ ও চারটি হোটেলসহ আটটি স্থানে চালানো ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

কাত্তানকুদিতে লম্বা, বালুময় ওই শিবিরটিতে চারতলা একটি ওয়াচটাওয়ার রয়েছে। এছাড়া আম, নারিকেল গাছ, মুরগির খাঁচা ও ছাগল পালার ছাউনি রয়েছে। শ্রীলঙ্কার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, জঙ্গিরা ওই শিবিরটিকে সবার কাছে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কেউ দেখতে এলে এটিকে খামার বলে মনে করবে। কিন্তু তারা এখানে সন্ত্রাসবাদের চর্চা করতো। ওই শিবিরটি জঙ্গিদের প্রশিক্ষণ দেয়ার জন্য ব্যবহৃত হতো বলেই জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিবিরের ভেতর বুলেটের কারণে সৃষ্ট গর্ত দেখতে পেয়েছেন। ওই বুলেটগুলো টার্গেট প্র্যাকটিসের জন্য ছোঁড়া হয়েছিল এবং সেগুলো দেয়ালের ভেতর গেঁথে ছিল। পরে ওই প্লটের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here