মসজিদে জুতা রাখা নিয়ে তর্ক: তারাবির সময় কুপিয়ে হত্যা

0
0

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ী গ্রামে একটি মসজিদে তারাবির নামাজ পড়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মজিবর বেপারী (৫০)। তাঁর বাড়ি ওই গ্রামে। তিনি চন্দ্রা পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মজিবর বেপারীর সঙ্গে তাঁর মামাতো ভাই লিংকন মোল্লার (২৬) দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল প্রথম রমজান শেষে মঠবাড়ী গ্রামের মসজিদে তারাবির নামাজ পড়তে যান মজিবর। এ সময় মসজিদে জুতা রাখা নিয়ে মজিবরের সঙ্গে লিংকন মোল্লার বাগ্বিত-া হয়। পরে লিংকন মোল্লা চলে যান। পরে লিংকন মোল্লা চার-পাঁচজন লোক নিয়ে এসে তারাবির নামাজ পড়া অবস্থায় মজিবর বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। মুসল্লিরা আশঙ্কাজনক অবস্থায় মজিবরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ী গ্রামের মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে লিংকন মোল্লা গ্র“পের ধারালো অস্ত্রের আঘাতে মজিবর বেপারী নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি শান্ত। পুলিশ মোতায়েন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here