দেশে ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড

0
0

দেশে ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড তৈরী হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ডের মাইলফলকে পৌঁছায় বাংলাদেশ। এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

বিপিডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে দেশে যতো মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোনো লোডশেডিং হয়নি। এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গেল ২৪ এপ্রিল। ওইদিন ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

সঙ্গত, গত বছর এক দিনে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এরপর গগ ২৪ এপ্রিল এক দিনে ৪৩৪ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হয়েছে। আর মঙ্গলবার রাতে আরও ২০৭ মেগাওয়াট বিদ্যুৎ বেশী উৎপাদিত হয়েছে। গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশা ব্যক্ত করেছিলেন যে, দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে। এক মাসের মধ্যেই দুদফায় প্রতিমন্ত্রীর উল্লেখিত সেই লক্ষ্যে ছাড়িয়ে গেল।

সূত্রে জানা গেছে, এই গ্রীষ্মে আরো ৮০০ মেগাওয়াটের নতুন কেন্দ্র চালু হচ্ছে। গ্রীষ্ম ও রমজানকে ঘিরে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সরকার। ইতিমধ্যে সব উৎপাদন এবং বিতরণকারী কোম্পানির সঙ্গে পৃথক বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে। বিপিডিবি’র পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, গ্রীষ্ম নিয়ে বিদ্যুৎ বিভাগের যে প্রস্তুতি রয়েছে তাতে কোনও সমস্যা হবে না। তিনি বলেন, কোন বড় ধরনের সমস্যা না হলে সব গ্রাহকই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here