গাড়ির নকল কাগজপত্রসহ গ্রেফতার পাঁচ প্রতারক

0
0

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভুয়া রুট পারমিট, গাড়ির ফিটনেস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেনসহ মোটরযানের অন্যান্য কাগজপত্র সরবরাহকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ মে) বিকেল ৩টায় রাজধানীর পূর্ব কাফরুল এলাকা থেকে ডিবি উত্তরের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো আব্দুল খালেক (৬৭), আনোয়ারুল হক শিমুল (৪২), আব্দুল জলিল (৬৪), আব্দুর রহিম (৩১) ও মোতালেব হোসেন (৫৮)।বুধবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান, গত ১০ বছর ধরে কম টাকায় গাড়ির আসল কাগজপত্র তৈরির নাম করে সাধারণ মানুষকে নকল কাগজপত্র সরবরাহ করতো এই প্রতারকরা। তাদের কারণে অসংখ্য মানুষের হাতে ভুয়া লাইসেন্স চলে গেছে।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গতকাল মঙ্গলবার (৭ মে) বিকেল ৩টায় রাজধানীর পুর্ব কাফরুল এলাকা থেকে ডিবি উত্তরের একটি দল প্রতারক চক্রের এই পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোটরযানের জাল রুট পারমিট ফরম, রুট পারমিট, রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, ট্যাক্স টোকেন ফরম, বীমা ফরম, বীমা স্ট্যাম্প স্টিকার, ডকুমেন্ট প্রাপ্তি রশিদ,রেজিস্ট্রেশন আবেদন ফরম, বিআরটিএ অফিসের ১৫০টি গাড়ির ডিজিটাল নম্বর প্লেট জব্দ করা হয়।

তিনি জানান, প্রতারক চক্রের সদস্যরা বেশির ভাগই চোরাই গাড়ি টার্গেট করতো। এ ছাড়া তারা মফস্বলের সাধারণ মানুষকে তাদের ফাঁদে ফেলতো। ওইসব সাধারণ মানুষ হয়তো নিজেরাও জানেন না যে, তাদের কাছে যে গাড়ির নকল কাগজপত্র রয়েছে। যা ভয়ানক ব্যাপার বলে মন্তব্য করেন ডিবির এই কর্মকর্তা।অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, গাড়ি ও চালকের ধরন ও চাহিদা ভেদে তারা বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে ওয়ান স্টপ সার্ভিসের মতো সব ধরনের প্রয়োজনীয় জাল সার্টিফিকেট প্রস্তুত ও সরবরাহ করতো। তারা বিভিন্ন এডিটিং সফটওয়্যারের সাহায্যে নকল এসব কাগজপত্র বানিয়ে নিজেরাই সিল-স্বাক্ষর দিয়ে পুনরায় গ্রাহকদের সরবরাহ করতো। গাড়ি প্রতি তারা পাঁচ থেকে ছয় হাজার টাকা আদায় করতো। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আনোয়ারুল হক শিমুল ও আব্দুল জলিলকে এর আগেও জাল কাগজপত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় এ কাজে জড়িয়ে পড়ে। এর পেছনে আর কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানান ডিবি কর্মকর্তা আব্দুল বাতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here