সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম তালেব আলী আর নেই

0
0

ফেনী-৩ আসনের (সোনাগাজী) সাবেক সাংসদ এবিএম তালেব আলী (৯২) আজ মঙ্গলবার সকালে ফেনী শহরের নাজির রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টায় ফেনীর মিজান ময়দানে প্রথম জানাযা ও বাদ আছর সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে উপজেলার চর মজিলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করার কথা রয়েছে।এবিএম তালেব আলী ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ), ৭৩ ও ৭৯ সালে পর পর দুইবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

তিনি সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ফেনী মহকুমা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।তাঁর মৃত্যুতে ফেনী জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ, জেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীয় শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here