গুলিস্তানে হকারদের অবরোধ: যানজটে চরম দুর্ভোগে নগরবাসী

0
0

ফুটপাতে ব্যবসা করতে দেওয়ার দাবিতে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে ভাসমান হকারেরা।

পবিত্র রমজান মাসের প্রথম দিন মঙ্গলবার দিনভর যানবাহনের চাকা যেন ঘুরছেই না একেবারে। সড়কটির ফ্লাইওভার অংশেও তীব্র যানজট।সাতরাস্তা থেকে কাকরাইল মোড় পর্যন্ত যানাবাহন ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে।গুলিস্তানে বিক্ষোভের ফলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে গুলিস্তান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রোজার প্রথম দিনই অফিস শেষে করে বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।পুলিশ জানায়, হকাররা দুপুরের আগে আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা গোলাপ শাহ মাজারের সামনে নর্থ সাউথ রোড বন্ধ করে দেয়।

বেলা ১টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনের সড়কও তারা অবরোধ করে। এতে পল্টন থেকে ফুলবাড়িয়া হয়ে সদরঘাট, গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।জিরো পয়েন্ট থেকে সচিবালয়ড়–খী আব্দুল গণি রোডের মুখে ওয়াসার পয়নিষ্কাশনের বড় বড় পাইপ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায়।

শাহবাগ থানার পরিদর্শক ( পেট্রোল) আবুল বাশার বলেন, গুলিস্তান গোলাপ শাহ মাজারের চারিদিক দিয়ে রাস্তা বন্ধ রেখেছে হকারা। গোলাপ শাহ মাজারের কোনো পাশ দিয়েই কোনো যানবাহন চলাচল করছে না। মো. রুবেল নামের একজন হকার বলেন, গত চাইর মাস ধরে আমরা বঙ্গবন্ধু এভিনিউয়ের ফুটপাতে ব্যবসা করতে পারতাসি না। আমরা বেকার হইয়া গেছি। মেয়র বলেছিল বসতে দিব কি না সেই ডিসিশন আজকে দিব। কিন্তু মেয়রের (সাঈদ খোকন) অফিসে গিয়া আমরা তারে পাই না। পরে আমরা রাস্তায় নামছি।

মনির শেখ নামে আরেকজন হকার বলেন, আমরা ফুটপাতে বসতে চাই, এখানেই ব্যবসা করতে চাই। ফুটপাত থেকে তারাই মালামাল কেনে যারা ফুটপাত দিয়ে চলাচল করে। যারা বলছে, আমরা ফুটপাতে বসলে চলাচল করা যায় না, তারা মিথ্যা বলে। তারা উচু তলার মানুষ। ফুটপাত থেকে আমাদের উঠায়া দিলে তারা গাড়ি রাখতে পারবে।

এই অবস্থার মধ্যে বেলা সাড়ে ৩টায় অফিস ছুটি হলে ঘরমুখো মানুষ পড়ে চরম বিড়ম্বনায়। উপায়ান্তর না দেখে পায়ে হেঁটেই রওনা হতে হয় তাদের।

এদিকে রাজধানীর বিভিন্ন রুটের বাস এই গুলিস্তান হয়ে যায় বলে অবরোধের কারণে বহু যানবাহন গুলিস্তানের আশপাশের সড়কে আটকা পড়ে।

কলাবাগান থেকে ভুলতাগামী মেঘলা পরিবহনের চালক মো. আসলাম বিকাল সাড়ে ৩টায় বলেন, দুই ঘণ্টা ধইরা বঙ্গভবনের সামনে বইয়া রইছি। গাড়ি এক চুলও লড়ে নাই।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাসিম কবির বলেন, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মেয়রের কার্যালয়ে গিয়ে তার দেখা মেলেনি।

গত ৫ মে আমরা মেয়র মহোদয়ের সঙ্গে দেখা করে বলেছিলাম, পুনর্বাসনের আগ পর্যন্ত আমাদের ফুটপাতে বসার ব্যবস্থা করে দেন। তিনি আজকে আমাদের তার অফিসে যেতে বলছিলেন। এগারোটায় সময় দিয়েছিলেন, এখন ৪টা বাজে। তার দেখা পাইনি। এজন্য হকারেরা রাস্তায় নেমে গেছে।

পরিদর্শক আবুল বাশার বলেন, এই সময়ে রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষ কষ্টে পড়ছে। আমরা হকারদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

তেজগাঁওয়ে একটি বিস্কুট কোম্পানিতে চাকরি করেন জিন্নাত মিনহাজ (৪৬)। স্বপরিবারে বসবাস করেন আমিজমপুর বটতলা এলাকায়। অন্যান্য দিনের চেয়ে বেশখানিকটা আগেই অফিস থেকে বের হয়েছেন। যানজটের কবলে পড়ে মগবাজার ফ্লাইওভারে দাঁড়িয়ে রয়েছে তাকে বহনকারী গাড়ি।

মিনহাজ বলেন, অন্যান্য দিন অফিস থেকে বের হতে সাড়ে ৫টা পার হয়ে যায়, আজ ৪টায় বের হয়েছি। প্রথম ইফতারি পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে করব। চলতি পথে কিছু ইফতারি পণ্য কেনাকাটা করব। কিন্তু সময়মতো ঘরে পৌঁছাতে পারব কিনা জানি না।

রমজান মাসে রোজাদাররা পরিবারের সবাইকে নিয়ে ইফতার করতে চান। ব্যস্ততা কাটিয়ে ইফতারের সময় হওয়ার আগেই বাড়ি ফেরার তাগিদ থাকে। কিন্তু এতে বড় বাধা যানজট।মগবাজার ও মৌচাক এলাকায় দেখা যায় ঘরমুখো মানুষেরা যানবাহন পাচ্ছেন না। বাধ্য হয়ে বিকল্প পথে ঘরে ফিরছেন তারা।মগবাজার এলাকায় পরিবার নিয়ে দাঁড়িয়ে সাইফুল ইসলাম। বসবাস করেন হাতিরঝিল সংলগ্ন মধুবাগে। ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও উঠতে পারছেন না না কোনো বাসে। সবগুলো বাস যাত্রীতে ঠাসা। ফলে বাধ্য হয়ে রিকশায় চড়ে ঘরে ফিরছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here