সুন্দরবনে বন্দুকযুদ্ধে রানা বাহিনীর ৩ বনদস্যু নিহত

0
88

খুৃলনায় পূর্ব সুন্দরবনের মংলার চাঁদপাই রেঞ্জে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পুলিশের এই এলিট বাহিনীর দাবি, নিহতরা সুন্দরবনের জলদস্যু। তাঁরা রানা বাহিনীর সদস্য।

সোমবার সকালে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বনদস্যুদের সঙ্গে র‌্যাব সদস্যদের প্রায় তিন ঘণ্টা গোলাগুলি হয়।

নিহতরা হলেন রানা বাহিনীর প্রধান পান্না ওরফে রানা (২৮), জুলহাস (৩২) ও কামরুজ্জামান (৩৯)। তাঁদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।র‌্যাব কমান্ডার আরো দাবি করেন, গোলাগুলির সময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। গোলাগুলির সময় তিন বনদস্যু গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ট্রলার উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন র‌্যাবের এই কমান্ডার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here