সিঙ্গাপুরে নেয়া হলো সুবীর নন্দীকে

0
0

গতকাল সোমবার সন্ধ্যার দিকে সুরীব নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি ঠিক করে মঙ্গলবার সকালে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়া হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন মুঠোফোনে জানান, ১০টা ৪০মিনিটে সুবীর নন্দীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে রওনা হয়েছে। গতকাল এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে আসার কথা থাকলেও তা রাত ৮টার পরে পৌঁছায়। এরপর রাত ১১টার দিকে আকাশে ওড়ার আগেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে যাত্রা বাতিল করা হয়। যান্ত্রিক ত্রুটি ঠিক করার পরে আজ সকালে তাকে পাঠানো হয়েছে। সঙ্গে শুধু তার মেয়ে গেছেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে একজন চিকিৎসক ও একজন নার্স এসেছিলেন।

সিঙ্গাপুরে পাঠানোর আগ পর্যন্ত সুবীর নন্দী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here