প্রকাশ্যে প্রতিশোধের হুমকি আইএস প্রধানের

0
34

নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। পাঁচ বছর পর গতকাল সোমবার প্রকাশ্যে এসে শ্রীলঙ্কার সিরিজ হামলার দায় স্বীকার ও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইএস প্রধানের ভিডিওটি জঙ্গি সংগঠন আল-ফুরকান মিডিয়া নেটওয়ার্কে প্রকাশ করা হয়। সেখানে বাগদাদি দুটি বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে শ্রীলঙ্কার হামলার প্রসঙ্গ আছে। পাশাপাশি আছে সিরিয়ার বাগহাউজের যুদ্ধের কথা। সিরিয়ার এই অঞ্চলটি দখল করার জন্য যুদ্ধ করেছিল আইএস। কিন্তু তা সফল হয়নি। সে প্রসঙ্গে বাগদাদি বলেন, আল্লাহ আমাদের লড়াইয়ের নির্দেশ দিয়েছিলেন, জেতার নয়।

শ্রীলঙ্কার সিরিজ হামলার দায় স্বীকার করে আইএস প্রধান আরও বলেন, ‘আমাদের ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতেই হামলা করা হয়েছে।’

ভিডিওতে বাগদাদির সঙ্গে আরও তিনজনকে দেখা যাচ্ছে। কিন্তু তাদের প্রত্যেকের চেহারাই অস্পষ্ট করে দেওয়া হয়েছে। আইএস এর প্রধান আরও জানান, তারা পশ্চিমা দুনিয়ায় যে সমস্ত আঘাত হেনেছে তা সবই বৃহত্তর যুদ্ধের অংশ।

বাগদাদিকে ভিডিওতে খুব আস্তে আস্তে কথা বলতে দেখা যাচ্ছে। তা ছাড়া কিছুটা কথা বলেই সে বিরতি নিচ্ছে। তবে বিষয়টি এখনও স্পষ্ট ভিডিওটি ঠিক কবে রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে তা চলতি মাসেই রেকর্ড করা হয়েছে। বাগদাদির এই ভিডিও ঘিরে নানা সমালোচনা দেখা দিয়েছে। ২০১৪ সালের পর তাকে আর প্রকাশ্যে দেখাও যায়নি। গত আগস্ট মাসে তার কণ্ঠস্বর প্রকাশ্যে আসে। এর ঠিক ৮ মাস আগে ইরাক জানিয়েছিল, সেখান থেকে আইএসকে মুক্ত করা গেছে। কিন্তু নতুন ভিডিও প্রকাশ করে নিজেদের উপস্থিতি জানান দিল আইএস।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় পর পর আটটি বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০০ জন। গত সপ্তাহে কলম্বোর একটি এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে সেনাদের নাগাল এড়িয়ে বহু জঙ্গি বোরকা পরে পালিয়ে গেছে বলে দাবি সংবাদমাধ্যমগুলোর। এর পরই দেশটিতে গতকাল থেকে নারীদের নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাক নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here