শপথ নিয়ে বিব্রত বিএনপি, সন্দেহের তীর ড. কামাল হোসেনের দিকে

শঙ্কায় ঐক্যফ্রন্টের ভবিষ্যত

0
48

জাহিদুর রহমানের শপথ বিএনপিকে যে বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়েছে তা দলটির শীর্ষনেতাদের কথা থেকে বোঝা যায়। আরো চারজন শপথ নিতে পারেন এমন গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। যারা এখনো শপথ নেননি তারাও এবিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করছেন না। শপথ ইস্যুতে বিএনপির অবস্থান কঠোর। জাহিদকে দল থেকে বহিস্কার বাকিদের জন্য কড়া বার্তা। সিদ্ধান্ত অমান্য করে যারাই শপথ নেবেন তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরণের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নীতিনির্ধারকদের এই কঠোর অবস্থান বাকিরা মানবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হচ্ছে ৩০ এপ্রিল পর্যন্ত।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বৃহত্তম একটা রাজনৈতিক দল বিএনপি। যে দলের জনভিত্তি রয়েছে। এখান থেকে দুই একজন ঝরে গেলে বা চলে গেলে এর প্রভাব পড়বে না। এরআগেও অনেকে গেছেন কিন্তু লাভ হয়নি। বিএনপি জনগণের সমর্থনে আবারো ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা যায়, নির্বাচিতদের শপথ নিয়ে সরকারের পাশাপাশি সন্দেহের তীর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের দিকে। অনেকটা তড়িঘড়ি করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন এবং পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচন পরবর্তী ড. কামাল হোসেনের ভ’মিকা এবং সর্বশেষ তার দলের সংসদ সদস্য মোকাব্বির খানকে নিয়ে তার দ্বৈত অবস্থান বিএনপির হাইকমান্ডকে ভাবাচ্ছে। নীতিনির্ধারক পর্যায়ের কেউ কেউ এমনকি বিএনপির ভাইস চেয়ারম্যান পযার্য়ের কোনো কোনো নেতা ড. কামাল হোসেনকে সন্দেহ পোষণ করছেন।

তারা মনে করেন, বিএনপির নির্বাচিতদের ভাগিয়ে শপথ নেয়ার পেছনে ড. কামাল হোসেনের নেপথ্যে কোনো ভূমিকা থাকতে পারে। তাদের এই ধারণা আরো বেশী প্রবল হয়েছে সম্প্রতি গণফোরামের কাউন্সিল ড. কামাল হোসেন তার পাশে মোকাব্বির খানকে বসিয়েছেন। ওই কাউন্সিলে ড. কামালের এই দ্বৈত ভূমিকা নিয়ে তার দল গণফোরামের নেতারা এর প্রতিবাদ জানান। কাউন্সিলে উপস্থিত হননি দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু। পদত্যাগের কথা বলেছেন কেউ কেউ।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে এক নেতা জানান, নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন সময়ের প্রয়োজনে করতে হয়েছে। তিনি ফ্রন্টের শীর্ষ নেতা হওয়া সত্বেও নির্বাচনে অনিয়মের প্রতিবাদে তিনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। তার ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে।

দলের সূত্র জানায়, ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই ড. কামাল হোসেনের ভূমিকা নিয়ে বিএনপির অনেকেই সন্দেহ প্রকাশ করেন। বিশেষ করে নির্বাচনের আগের দিন ভোট কারচুপির অভিযোগ উঠলেও ফ্রন্টের শীর্ষ নেতা হয়ে তিনি এর প্রতিবাদে কোনো উদ্যোগই নেননি। তড়িঘরি নির্বাচনে যাওয়া, বিএনপিকে নির্বাচনে রাখা এবং গণফোরামের দুই এমপির শপথের বিষয়টি একই সূত্রে গাঁথা। গণফোরামের দুই এমপি শপথ প্রসঙ্গে বলেছিলেন ড. কামাল হোসেন এ বিষয়ে অবগত রয়েছে।

দুই এমপির এই বক্তব্যের কোনো প্রতিবাদও করেননি ড. কামাল। আজ পর্যন্ত টু শব্দটিও করেননি। এমনকি কোনো অনুষ্ঠানে ড. কামাল নিজ উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবি না জানানো, জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করাসহ বেশকিছু বিষয়ে বিএনপির ভেতরে বড় একটা অংশ ড. কামাল হোসেনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। এসব কারণে জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অনেকেই।

ড. কামাল হোসেনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। এরআগে বিএনপির নীতির্নিধারকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেনো আমরা ড. কামাল হোসেনকে নেতা মানলাম বলতে পারবো না। আমাদের কি নেতা বা নেতৃত্বের অভাব আছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here