‘বিএনপির অনেক নেতা ঢাকায় রিকশা চালাচ্ছেন’ : ফখরুল

0
0

সরকারের নির্যাতনের শিকার বিএনপির অনেক নেতা এখন ঢাকায় রিকশা চালাচ্ছেন ও হকারগিরি করছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সুতরাং রাজনীতিকরা সব খারাপ এটা বলা ঠিক হবে না। দেশের জন্য তাদের এই ত্যাগকে মূল্যায়ন করতে হবে।’ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের(একাংশ) বার্ষিক সাধারণ সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

এ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এ নিয়ে কথা বলছি, চেষ্টা করছি, আন্দোলন করছি। কিন্তু সবসময় সব আন্দোলন সফল নাও হতে পারে। কারণ ফ্যাসিবাদের সঙ্গে আপনি যখন সংগ্রাম করবেন, আপনাকে বুঝতে হবে এটা কোনো সাধারণ সংগ্রাম নয়। এজন্য আমরা কাজ করছি। আমরা আমাদের জায়গা থেকে সরে দাঁড়ায়নি। ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভালোভাবে চেনার আমাদের আর কিছুই বাকি নেই। আমরা আওয়ামী লীগকে খুব ভালো করে চিনি। আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে তাদের চিনেছি। জীবন দিয়েও চিনেছি। আমরা জানি আওয়ামী লীগ কী?’

‘বাংলাদেশের জনগণের সংগ্রামের যে ইতিহাস, তা কখনও ব্যর্থ হয়নি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।’ সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান পেশা। তাই আপনাদেরও ভাবতে হবে যে, দেশে কোন ধরনের রাজনীতি চলছে, আর বিশ্বের রাজনীতিতে কী ঘটছে।অন্যান্য জাতি কী অবস্থার মধ্যে আছে, আমরা কোন অবস্থার মধ্যে যাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here