শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসলামপন্থি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত-এনটিজে এবং জামাতে মিল্লাতু ইব্রাহিম-জেএমআইকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সংগঠন দুটির সব সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেন তিনি। শনিবার প্রেসিডেন্টের গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সংগঠন দুটি যেন কার্যক্রম পরিচালনা করতে না পারে তা নিশ্চিত করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
শ্রীলঙ্কার সংবিধানে উগ্রপন্থী সংগঠন নিষিদ্ধের আইন না থাকায় জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন করে দেশটি। নতুন এই আইনের ভিত্তিতে এই দুই সংগঠনকে নিষিদ্ধ করলেন সিরিসেনা। দেশটিতে এনটিজে এবং জেএমআই ছাড়াও অন্যান্য উগ্রপন্থী সংগঠনগুলো নিষিদ্ধ করতেও ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২১শে এপ্রিল ইস্টার সান ডে’র প্রার্থনার মধ্যে রাজধানী কলম্বোসহ উপকূলীয় এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় তিনটি গির্জা ও চারটি অভিজাত হোটেলসহ আট জায়গায় বোমা হামলা চালানো হয়। হামলায় ২৫৯ জন নিহত এবং ৫০০জন আহত হয়। প্রথমে নিহতের সংখ্যা ৩৫৯ জানানো হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় পরে গণনার ভুলের কথা উল্লেখ করে সংশোধিত সংখ্যা প্রকাশ করে। মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে আটজনকে দেখা গেছে, যারা ওই হামলায় অংশ নেয় বলে আইএস দাবি করেছে।